ঢাকা ও কলকাতার মধ্যে নিয়মিত যাতায়াতের কারণে বছরের বেশির ভাগ সময় ব্যস্ত থাকেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি এক পডকাস্টে তিনি বলিউড এবং তার অভিজ্ঞতা নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন। যেখানে শুধুমাত্র কাজের দিক নয়, বরং অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, সালমান খান, বিদ্যা বালন, মালাইকা অরোরা, ইউসুফ পাঠান-এর মতো বলিউড তারকাদের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথাও উঠে এসেছে।
পডকাস্টে তিনি জানান, করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধর্মা প্রোডাকশন’-এর একটি ছবিতে জয়া অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। বিশেষ করে ব্লকবাস্টার হিট ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল।
জয়া পডকাস্টে বলেন, “প্রস্তাব পেয়েছিলাম। আমি করিনি, তখন করা হয়নি। সৃষ্টিকর্তা বা ঈশ্বরের, সেটা হবেই।”
জয়া জানিয়েছেন, বলিউডের অনেক তারকার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এক সময় বিশ্বকাপ দেখতে গিয়ে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন-এর সঙ্গে পাশে বসার সৌভাগ্য হয়েছে তার। এছাড়া ক্রিকেট খেলার মাধ্যমে বলিউড তারকাদের সঙ্গে তার পরিচয় হয়েছে; মালাইকা অরোরা, ইউসুফ পাঠান-এর মতো তারকারা সেলেব্রিটি ক্রিকেটে তার টিমে ছিলেন।
বিডি প্রতিদিন/আশিক