বিশ্ববিখ্যাত কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিংক অবশেষে আবার মঞ্চে ফিরেছে। দুই বছরের বিরতির পর দক্ষিণ কোরিয়ার গোয়াং শহরের স্পোর্টস কমপ্লেক্সে ব্যান্ডটির চার সদস্য জেনি কিম, রোওজি, লিসা ও জিসু মিলিতভাবে আয়োজন করেছেন দুই রাতব্যাপী একটি জমকালো কনসার্ট। যার মধ্য দিয়ে শুরু হয়েছে তাদের নতুন বিশ্বভ্রমণ ‘ডেডলাইন ট্যুর’।
শনিবার ও রবিবার অনুষ্ঠিত এই কনসার্টে অংশ নেন প্রায় ৭৮ হাজার দর্শক। বিলবোর্ডের প্রতিবেদনে বলা হয়, ব্ল্যাকপিংকের এই প্রত্যাবর্তন ছিল অত্যন্ত আবেগঘন ও শক্তিশালী।
কনসার্টের দ্বিতীয় রাতে ছিল এক অনন্য চমক। কে-পপ তারকা জে-হোপ (BTS) উপস্থিত ছিলেন গায়িকাদের পরিবেশনা উপভোগ করতে। কালো পোশাকে ও সানগ্লাসে হাজির হওয়া জে-হোপের উপস্থিতি মুহূর্তেই দর্শকদের মাঝে সাড়া ফেলে দেয়। অন্য শিল্পীদের পারফরম্যান্স চলাকালে সুরের তালে তাকে নাচতেও দেখা গেছে।
দুই রাতের এই কনসার্টে ব্ল্যাকপিংক পরিবেশন করেছে মোট ২৭টি গান, যার মধ্যে ছিল ব্যান্ডটির জনপ্রিয় গান যেমন ‘Kill This Love’, ‘How You Like That’, ‘Playing With Fire’, ‘Shutdown’ ইত্যাদি।
এই ‘ডেডলাইন’ ট্যুরের আওতায় ব্ল্যাকপিংক পারফর্ম করবে লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক, টরন্টো, প্যারিস, লন্ডনসহ মোট ১৬টি শহরে ৩১টি কনসার্টে।
বিডি প্রতিদিন/মুসা