‘মাস্তি’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি ‘মাস্তি ৪’-এর গল্প অবশেষে প্রকাশ্যে এসেছে। এবার আর পুরনো ছক নয়, বদলে যাচ্ছে ছবির কনসেপ্ট। জানা গেছে, এই পর্বে থাকবে ‘রিভার্স মাস্তি’র মোচড়। অর্থাৎ, এবার কেবল স্বামীদের নয়, স্ত্রীরাও পরকীয়ায় জড়াবেন। মিলবে কমেডির সঙ্গে থ্রিলারের ছোঁয়া, এমনটাই জানাচ্ছে ঘনিষ্ঠ সূত্র।
ছবির পরিচালক হিসেবে থাকছেন না ইন্দ্র কুমার, বরং পরিচালনার দায়িত্বে এবার মিলাপ মিলান জাভেরি। ‘সত্যমেব জয়তে’ এবং ‘মরজাওয়া’-এর মতো ছবির পরিচালক মিলাপ জানিয়েছেন,'এইবারের লক্ষ্য শুধুমাত্র দর্শকদের চমকে দেওয়া নয়, তাঁদের মন খুলে বিনোদন দেওয়া।'
প্রতিবেদন অনুযায়ী, ‘মাস্তি ৪’-এ পুরনো ত্রয়ী রীতেশ দেশমুখ, আফতাব শিবদাসানি ও বিবেক ওবেরয় আবার একসঙ্গে পর্দায় আসছেন। তাঁদের সঙ্গে যোগ দিচ্ছেন অভিনেত্রী এলনাজ নরৌজি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং।
সূত্রের খবর, চতুর্থ কিস্তির চিত্রনাট্য অনেকটাই প্রথম ‘মাস্তি’-র মতোই স্ক্রিপ্ট-নির্ভর হবে, যেখানে থাকবে নতুনত্বের ছোঁয়া এবং আধুনিক প্রেক্ষাপট। নির্মাতারা চাইছেন ছবিটি ২০২৬ সালের মাঝামাঝি সময়ে মুক্তি পাক।
উল্লেখ্য, ২০০৪ সালে ‘মাস্তি’ প্রথম পর্ব মুক্তি পেয়েছিল এবং বক্স অফিসে সফল হয়েছিল। এরপর ২০১৩ সালে ‘গ্র্যান্ড মস্তি’ এবং ২০১৬ সালে ‘গ্রেট গ্র্যান্ড মস্তি’ মুক্তি পায়, যদিও তৃতীয় পর্বটি বক্স অফিসে তেমন সফল হতে পারেনি।
বিডি প্রতিদিন/মুসা