প্রকাশ পেলো আলোচিত ‘টগর’ সিনেমার প্রথম অফিশিয়াল পোস্টার। রোমাঞ্চকর ও প্রতিশোধময় গল্প নিয়ে নির্মিত এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরি। ছবিটি পরিচালনা করেছেন আলোক হাসান এবং প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে এআর মুভি নেটওয়ার্ক।
পোস্টারে দেখা যায়- জ্বলন্ত একটি শিল্পাঞ্চলে দাঁড়িয়ে আছেন রক্তমাখা হাতে ছুরি ধরা এক কঠোর চেহারার আদর আজাদ। তার পেছনে রয়েছেন পূজা চেরি, যার চোখেমুখে ভীতি, ভালোবাসা ও বেদনার মিশ্র প্রতিফলন। চারপাশে ছড়িয়ে রয়েছে মরদেহ, যা সিনেমাটির ভয়াবহ ও নাটকীয় প্রেক্ষাপটের ইঙ্গিত দেয়। পেছনের আগুনের শিখা এবং কন্টেইনার ইয়ার্ডের আবহ ছবিটির থ্রিল ও বাস্তবতাকে আরও গাঢ় করে তোলে।
পরিচালক আলোক হাসান জানান, 'টগর' শুধু একটি সিনেমা নয়, এটি এক তরুণের যন্ত্রণাময় বাস্তবতার প্রতিচ্ছবি। এখানে দর্শকরা অ্যাকশন, প্রেম এবং সমাজের প্রতিচ্ছবির এক দুর্দান্ত সমন্বয় দেখতে পাবেন।”
সিনেমাটি প্রসঙ্গে আদর আজাদ বলেন, 'টগর' আমার ক্যারিয়ারের এখন পর্যন্ত সেরা কাজ। দর্শকরা আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন। পূজা চেরি বলেন, 'এই ছবির যাত্রাটা আমার জন্য খুবই স্পেশাল। গল্প, চরিত্র, গান- সবকিছুতেই নতুনত্ব রয়েছে।
ছবিটিতে আদর ও পূজার পাশাপাশি আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোয়ন, এলআর খান সীমান্ত, শরিফুল প্রমুখ। সিনেমাটি ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ