রণবীর কাপুরের জীবনে দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফসহ বলিউডের প্রথম সারির বহু অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে। পরবর্তীতে তিনি সম্পর্কে জড়ান আলিয়া ভাটের সঙ্গে, যা শেষ পর্যন্ত বিয়েতে গড়ায়। কিন্তু বলিউডের ‘ক্যাসানোভা’খ্যাত রণবীর কি মনে মনে আনুষ্কা শর্মাকে চেয়েছিলেন?
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে রণবীর ও আনুষ্কা জুটি বেঁধেছিলেন। যদিও বাস্তব জীবনে তাদের সম্পর্ক শুধুই বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এমনকি এক সাক্ষাৎকারে আনুষ্কা মজা করে বলেন, “ছবিতেও তো আমি ওকে ফ্রেন্ডজোন করে দিয়েছি।”
তবে রণবীর এক সাক্ষাৎকারে জানান, তার মনে মনে আনুষ্কাকে চুম্বন করার বাসনা জেগেছিল। করণ জোহরের সঞ্চালনায় একটি শো'তে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় আনুষ্কা ও ঐশ্বরিয়ার মধ্যে কে ভালো চুমু খান?
রণবীর বিনা দ্বিধায় আনুষ্কার নাম উল্লেখ করে বলেন, “আমি সত্যিই আনুষ্কাকে আরও বেশি চুমু খেতে চাইছিলাম।” তিনি আরও বলেন, “আনুষ্কা দারুণ চুমু খায়। একজন কিন্তু খুব সৌভাগ্যবান।”
যদিও তিনি তখন সরাসরি বিরাট কোহলির নাম উচ্চারণ করেননি, তবুও ইঙ্গিত ছিল স্পষ্ট। তখন অনুষ্কা ও বিরাট সম্পর্কে ছিলেন, পরবর্তীতে ২০১৭ সালের ডিসেম্বরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ