মুক্তির একদিন পরই মাল্টিপ্লেক্সে শো বাড়ানো হলো এম. রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমার। তথ্যটি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি।
তিনি জানান, ঈদের ছবিগুলোর মধ্যে ‘জংলি’ বেশ ভালো হাইপ পেলেও মুক্তির প্রথম দিনে মাল্টিপ্লেক্সে আমাদের শো কম দেওয়া হয়েছিল। জানি না, সেটা কী কারণে। এমনকি স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় বিশাল বড় বিলবোর্ড টাঙানো হলেও সেখানে কোনো শো রাখা হয়নি। তবে আজ সেই শাখায় সকাল ১১টা ও বিকেল ৪টায় দুটি শো দেওয়া হয়েছে। পাশাপাশি যমুনা ব্লকবাস্টারেও একটি শো বেড়েছে। মুক্তির একদিন পর শো এবং হল বাড়ার খবরটি ‘জংলি’ টিমের জন্য আনন্দের।
প্রযোজক আরও জানান, প্রথম দিন শো কম থাকলেও দ্বিতীয় দিনে একটি হল ও তিনটি শো বেড়েছে। এখন সারা দেশের মাল্টিপ্লেক্সে সর্বমোট ১৮টি শো চলছে।
এর মধ্যে স্টার সিনেপ্লেক্স (পান্থপথ) ৩টি শো, স্টার সিনেপ্লেক্স (মিউজিয়াম) ২টি শো, স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার) ২টি শো, স্টার সিনেপ্লেক্স (উত্তরা) ২টি শো, স্টার সিনেপ্লেক্স (চট্টগ্রাম) ৩টি শো,
ব্লকবাস্টার সিনেমাস ৩টি শো, লায়ন সিনেমাস ৩টি শো
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ জানান, "স্টার সিনেপ্লেক্স সবসময় বাংলা ছবিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রদর্শন করে। তবে শো বাড়ানো বা কমানোর বিষয়টি পুরোপুরি দর্শকদের চাহিদার ওপর নির্ভর করে। আমরা দর্শকদের চাহিদাকে সর্বাধিক মূল্যায়ন করি।"
যমুনা ব্লকবাস্টারের মার্কেটিং বিভাগের সহকারী ম্যানেজার মাহবুবুর রহমানও শো বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
‘জংলি’ সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বুবলী ও দীঘি। শিশু শিল্পী চরিত্রে অভিনয় করেছেন নৈঋতা। মুক্তির পর দিন থেকেই সিনেমাটির গল্প ও শিল্পীদের অভিনয় দর্শকদের মধ্যে দারুণভাবে প্রশংসিত হচ্ছে।
সিনেমার সব গানের সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক