শুটিং শুরুর পর থেকেই শোনা যাচ্ছিল শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’-এ দেখা যাবে টালিউড অভিনেত্রী নুসরাত জাহানকে। অবশেষে তা সত্যি হয়েছে, তবে নায়িকা হিসেবে নয়, চমক দিয়ে নুসরাত হাজির হয়েছেন একটি ড্যান্স নাম্বারে।
মঙ্গলবার রাতে অন্তর্জালে মুক্তি পেয়েছে সিনেমাটির একটি গানের প্রমো।
‘চাঁদ মামা’ শিরোনামের এই আইটেম গানে শাকিব খানের সঙ্গে নাচতে দেখা গেছে নুসরাতকে। অনেকেই গানটি তুলনা করছেন বলিউডের জনপ্রিয় গানের সঙ্গে এবং বলছেন, এটি হতে পারে বছরের অন্যতম জনপ্রিয় গান।
এর আগে শাকিব খানের সঙ্গে ‘নাকাব’ ছবিতে অভিনয় করেছিলেন নুসরাত, তবে এবার তিনি আসছেন আইটেম গানে। প্রায় ১০ বছর পর নুসরাতকে আবারও আইটেম গানে দেখা যাবে।
এক ভিডিওতে নুসরাত জানিয়েছেন, "চাঁদ মামা" শব্দটি শুনলেই তার ছোটবেলার নস্টালজিয়া অনুভব হয়, তবে এই গান পুরোপুরি ডান্স নাম্বার, যা সবারই উপভোগ্য হবে।
‘চাঁদ মামা’ গানটি লিখেছেন এবং সুর ও সংগীত করেছেন প্রীতম হাসান, এবং কণ্ঠ দিয়েছেন প্রীতম ও দোলা। গানটি ২৮ মার্চ, শাকিবের জন্মদিনে রিয়েল এনার্জি প্রডাকশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’-এ শাকিব ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা