ঢাকাই সিনেমার নায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন তিনি। অভিনয় থেকেও দূরে আছেন ২০১৩ সাল থেকে। মাঝে বছর দেড়েক আগে ঢাকায় এসে ঘটা করেই ‘রঙ্গনা’ নামের নতুন সিনেমায় অভিনয়ের খবর দিয়েছিলেন এ নায়িকা। মহরতের পর শাবনূর শুটিংও শুরু করেছিলেন সিনেমাটির। পুবাইল ও ঢাকার বিভিন্ন লোকেশনে বেশির ভাগ শুটিংও হয়। তবে বাকি কাজ শেষ না করেই অস্ট্রেলিয়া চলে যান অভিনেত্রী। কথা ছিল, অস্ট্রেলিয়া থেকে সহসাই ফিরে শুটিং সম্পন্ন করবেন। কিন্তু সময় বয়েই চলল। তার আর ফেরার নাম গন্ধ নেই। সিনেমাটির শুটিংও ঝুলে আছে। এর মাঝে এ বছরের শুরুর দিকে গোপনে ঢাকায় এসে অসুস্থ মাকে নিয়ে অস্ট্রেলিয়া চলে যান তিনি। সিনেমাটির প্রতি কোনো দরদ নেই বোঝাই যাচ্ছে তার কাজ শেষ না করার মনোভাবে। আসি আসছি বলে আর আসছেন না তিনি। নির্মাতাও পড়েছেন বিপাকে। কারণ লগ্নি করা অর্থের কী হবে। রঙ্গনা ছাড়া মুস্তাফিজুর রহমান মানিকের একটি ছবির কাজও শেষ করে দেননি বেশ কয়েক বছর হলো। তাই ছবিটি আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি। এদিকে, উপায় না দেখে রঙ্গনা সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এম এস মুভিজ শুটিং হওয়া অংশটুকু পর্ব করে মুক্তি দিচ্ছে ইউটিউবে। ইতোমধ্যে ২০ মিনিটের একটি পর্ব প্রকাশ হয়েছে ইউটিউবে। আরাফাত হোসেন পরিচালিত ছবিটি প্রযোজনা করেছেন মৌসুমী মিথিলা। এ সম্পর্কে তিনি গণমাধ্যমকে বলেন, ‘শাবনূর আপু দেশে ফিরলে আবার নতুন করে ছবিটি শুরু করব। তখন গল্পেও পরিবর্তন আসবে। ফলে এই দৃশ্যগুলো কাজে লাগাতে পারব না। তা ছাড়া মাঝখানে বড় একটা বিরতি পড়াতে লুকও মিলবে না। ভাবলাম দর্শককে বঞ্চিত করে লাভ কী! যেটুকু শুটিং করেছি সেটুকুই দেখুক।’ শাবনূরের কারণে নাকি আগেও অনেক সিনেমা এভাবে আটকা পড়েছিল। তাই এতে ক্ষোভ প্রকাশ করে চলচ্চিত্রের মানুষ বলছেন, সিনেমা যাকে শাবনূর বানিয়েছে সেই শাবনূরের সিনেমার প্রতি এমন অপেশাদারি আচরণ সত্যিই দুঃখজনক।