দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমা, ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমের ‘ফেরেশতে’। সিনেমাটি বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় তৈরি। আগামীকাল দেশের সব সিনেপ্লেক্সে মুক্তি পাবে ‘ফেরেশতে’। জয়া আহসান এখন কলকাতায়। তিনি তার সোশ্যাল সাইটে এরই মধ্যে সিনেমাটির প্রচারণা করছেন। মুক্তির আগেই দেশে ফিরে সিনেমাটির প্রচারণায় অংশ নেবেন বলে জানা গেছে। প্রযোজক ও এ সিনেমার অভিনেতা সুমন ফারুক জানিয়েছেন, তিন বছর আগে ঢাকার বিভিন্ন স্থানে সিনেমাটির দৃশ্যধারণ করেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। পরিচালক সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প তুলে ধরেছেন এ চলচ্চিত্রে। সিনেমায় অভিনয়ের পাশাপাশি সহ-প্রযোজনা করেছেন জয়া আহসান। এ কাজটিকে জয়া চ্যালেঞ্জিং হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘আমাদের দেশের সুবিধাবঞ্চিত মানুষের ভিতরে যে সংগ্রামী ও সাহসী চরিত্র রয়েছে, তাদেরই একজনের ভূমিকায় আমি অভিনয় করেছি। পুরো টিম সহযোগিতা করায় শুটিং সুষ্ঠুভাবে শেষ করা সম্ভব হয়েছে।’ জয়া আহসান ও সুমন ফারুক ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা এবং শিশুশিল্পী সাথী। এ সিনেমায় রয়েছে একটি গান যেটি গেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী বেলাল খান। তার সঙ্গে প্লেব্যাক করেছেন ইরানি গায়িকা হামিদেহ্। বাংলা ও ফারসি ভাষায় নির্মিত ফেরেশতে চলচ্চিত্রে ‘প্রেমের হাওয়া একবার যদি গায়ে লাগে রে’ শীর্ষক গানটির কথা লিখেছেন নীহার আহমেদ ও পিয়াস মজিদ। বেলাল খানের সুরে সংগীত পরিচালনা করেছেন ফ্রান্সের সংগীত পরিচালক ফুয়াদ হেজাজি। ‘ফেরেশতের’ চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ, যিনি ফারসি ও বাংলার অনুবাদেও কাজ করেছেন ফয়সাল ইফরানের সঙ্গে। নির্মাণের পর সিনেমাটি দেখানো হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে। ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক বার্তার জন্য সিনেমাটি পুরস্কারও জিতেছে। এ ছাড়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছে ‘ফেরেশতে’।
শিরোনাম
- বিচারের রায় ঘনিয়ে আসায় উন্মাদ হয়ে এখন নতুন ‘থিওরি’: উপদেষ্টা ফারুকী
- সূচকের মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- মরিচের গুঁড়া ছুড়ে স্বর্ণালংকার চুরির চেষ্টা নারীর, খেয়ে বসলেন ২৫ সেকেন্ডে ২০ চড়
- একক নৈপুণ্যে মায়ামিকে সেমিফাইনালে তুললেন মেসি
- হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত, আহত ২
- জাতীয় দলের ৯৯ ভাগ নারী ক্রিকেটার হয়েছেন কুপ্রস্তাবের শিকার : রেশমা
- জনমনে উদ্বেগ আলোচনা গুঞ্জন
- বিআরটি প্রকল্পের সেতুর নিচে যুবকের মরদেহ
- বিবিসি শতভাগ ‘ভুয়া সংবাদমাধ্যম’: ট্রাম্পের প্রেস সেক্রেটারি
- অ্যাপলের গোপন চমক ফাঁস: ফোল্ডেবল আইফোনের অপেক্ষা শেষ!
- ঐতিহাসিক সফরে আমেরিকায় গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট
- ঢাকার নতুন জেলা প্রশাসক শফিউল আলম
- খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে, এমন দেশ থেকে আমদানিনির্ভরতা কমবে : প্রেস সচিব
- পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া
- শাটডাউন : যুক্তরাষ্ট্রে এক দিনে ১৪০০ ফ্লাইট বাতিল
- কর্মবিরতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা
- ইসলামিক সলিডারিটি গেমসে ভারোত্তোলনে ব্রোঞ্জ জয় বাংলাদেশের
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৯ নভেম্বর)
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
সংগ্রামী নারী জয়া আহসান
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
মরিচের গুঁড়া ছুড়ে স্বর্ণালংকার চুরির চেষ্টা নারীর, খেয়ে বসলেন ২৫ সেকেন্ডে ২০ চড়
১০ মিনিট আগে | পাঁচফোড়ন
সংকটের মুহূর্তে জাতির রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হন জিয়াউর রহমান : ড. খোন্দকার বাবলু
৪৬ মিনিট আগে | রাজনীতি