চলতি জুলাই মাসের প্রথম ১২ দিনে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১০৭ কোটি ১০ লাখ ডলার বা ১৩ হাজার ১৭৩ কোটি টাকা। যা গত বছরের জুলাইয়ের ১২ দিনে এসেছিল ৯৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। এ হিসেবে আগের বছরের একই সময়ের তুলনায় চলতি মাসের ১২ দিনে ১২ কোটি ৩০ লাখ ডলার বেশি প্রবাসী আয় এসেছে।
রবিবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রবাসী আয়ের চিত্র পর্যালোচনা করলে দেখা যায়, জুলাইয়ের ১২ দিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ কোটি ১৮লাখ ১০হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত খাতের বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪ কোটি ৪৮ লাখ ৬০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৭ কোটি ১৬ লাখ ১০ হাজার ডলার। আর বাংলাদেশে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২২ লাখ ৩০ হাজার ডলার।
এর আগে জুন মাসে প্রবাসী আয় এসেছে ২৮১ কোটি ৮০ লাখ ডলার। আগের বছরের জুন মাসে প্রবাসী আয় এসেছিল ২৫৩ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় গত জুন মাসে প্রবাসী আয় বাড়ে ১১ শতাংশ।
গত ২০২৪-২০২৫ অর্থ-বছরে ইতিহাসের সর্বোচ্চ তিন হাজার ৩২ কোটি ৫০ লাখ বা ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে। তার আগের অর্থ-বছরে রেমিট্যান্স এসেছিল দুই হাজার ৩৯১ কোটি ২০ লাখ বা ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।
বিডি প্রতিদিন/আরাফাত