নোয়াখালীতে পানি নিষ্কাসন, খাল খনন ও অবৈধ খাল দখল অবমুক্ত করার দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য রবিবার দুপুরে ডিসি অফিসের সামনে মানববন্ধন ও প্রতিবাদ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখা। পরে
মানববন্ধন শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াত আমির ইসহাক খন্দকার। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াত সেক্রেটারি মাওলানা বোরহানউদ্দিন। সাবেক জেলা আমির ডাক্তার বোরহান উদ্দিনসহ জামায়াত শিবিরের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এএ