পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন সার্ভিস চালু, ঈশ্বরদী বিমানবন্দর চালু, শহরে চার লেন সড়ক নির্মাণ, আরিচা-কাজিরহাট ফেরিঘাট খয়েরচরে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শেকড় পাবনা ফাউন্ডেশন। রবিবার সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী আব্দুল হামিদ সড়কের শহীদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পাবনা থেকে মাজগ্রাম পর্যন্ত অকার্যকর একটি রেললাইন চালু করা হয়েছে। সেটি কার্যকর করে দ্রুত পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস চালু করে ঢাকায় যাতায়াত সহজীকরণ করতে হবে। কাজিরহাটের ফেরিঘাট খয়েরচরে স্থানান্তর করা হলে দু'ঘন্টার পথ ১৫ মিনিটে পারাপার হওয়া যাবে। ঈশ্বরদী ইপিজেড, রূপপুর প্রকল্পের জন্য বিমানবন্দর চালু করারও দাবি জানান বক্তারা। তারা বলেন, যানজট নিরসনে পাবনা শহরে চার লেন সড়ক নির্মাণ করতে হবে।
বক্তারা বলেন, পাবনাবাসীর প্রাণের দাবি ছিল নগরবাড়ি-আরিচায় নতুন যমুনা সেতু নির্মাণ করা। পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল আধুনিকায়ন করা, মানসিক হাসপাতাল সংস্কার করা। এটা জুলাইয়ের মাস। এই চত্বরে দুজন শিক্ষার্থী শহীদ হয়েছিল। এখনো ওসব খুনি গ্রেপ্তার হয়নি। দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি দাবি জানান।
শেকড় পাবনা ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তফার সভাপতিত্বে ও আতাইকুলা ডিগ্রি কলেজের প্রভাষক রাজু ইসলাম ওলির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো. ইকবাল হোসাইন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, জামায়াতের পৌর আমীর আব্দুল লতিফ, দেশ বরেণ্য শিল্পী ওবায়দুল্লাহ তারেক প্রমুখ। মানববন্ধনে পাবনা শহরের বিভিন্ন স্কুল-কলেজ ও নার্সিং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল