১৯৯৯ সালে অভিনয় জীবনের মধ্যগগনে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত বিয়ে করেন চিকিৎসক শ্রীরাম নেনেকে। চলে যান বিদেশে। এক সাক্ষাৎকারে মাধুরী জানিয়েছেন, তিনি রুপালি দুনিয়ার চাকচিক্য ছেড়ে সাধারণভাবে সংসার করতে চেয়েছিলেন। ছেলেদের বড় করতে চেয়েছিলেন। কিন্তু রুপালি জগতের চমক তো পিছু ছাড়ে না। আমেরিকায় গিয়ে বসবাস শুরু করলেও মাধুরীর মাহাত্ম্য চাপা থাকেনি, সেখানে যে হাজারো ভারতীয়র বাস। অভিনেত্রী বলেন, কেউ কেউ আমাকে চিনে ফেলতেন। হয়তো আমি বাজার করতে গিয়েছি, হয়তো একটি টম্যাটো বা ফুলকপি তুলেছি হাতে, চোখাচোখি হয়ে গেল অন্য এক ভারতীয়ের সঙ্গে।
তবে ওরা খুবই ভদ্র ও সংযত। হয়তো আমাকে বলে গেলেন, আমার ছবি তার খুবই পছন্দ। ব্যস। ওরা জানেন এটা আমার ব্যক্তিগত মুহূর্ত, আমাকে একা থাকতে দেওয়া উচিত।
মাধুরী বুঝিয়ে দিয়েছেন ভক্তদের ভালোবাসার আতিশয্য সেই সময় তার কাছে কাক্সিক্ষত ছিল না। তিনি সাধারণ মানুষ হতে চেয়েছিলেন। কিন্তু সত্যিই কি তার মতো একজন অভিনেত্রীর পক্ষে এমন একটা জীবনযাপন করা সম্ভব। না, কখনো না। তাই আবার ফিরে এলেন তিনি তার প্রিয় রুপালি দুনিয়ায়।