গত বছরের মার্চ মাসে না ফেরার দেশে পাড়ি জমান চিত্রনায়িকা পূজা চেরীর মা ঝর্ণা রায়। এই অভিনেত্রীর মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। মায়ের মৃত্যুর এক বছর পরেও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি এই অভিনেত্রী। রবিবার দিবাগত রাতে মা ঝর্ণা রায়ের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন তিনি। পূজা তার স্ট্যাটাসে লিখেছেন, ‘মা ও মা! কেমন আছো তুমি? তোমাকে দেখি না ৩৬৫টা দিন হয়ে গেল। কীভাবে চলে গেল সময়টা। গত বছর এই সময়টা আমার কাছে ছিল নরকের আগুনের মতো ভয়ংকর।’ এরপর পূজা লেখেন, ‘বুকে কি যেন আটকে থাকে সব সময় মামুনি। মনে করি, কাঁদলে মনে হয় ঠিক হয়ে যাবে। কিন্তু না কেমন জানি আরও বুকটা ভারি হয়ে ওঠে। মনে হয়, পৃথিবীর সবচেয়ে ভারি পাথর আমার বুকে। মাঝে মাঝে খুব অবাক হই জানো মামুনি, যে মানুষটা তার মেয়েকে ১ মিনিটের জন্য চোখে হারাতো না সেই মানুষটা কত দিন তার মেয়েকে ছেড়ে দূরে আছে।’ নিজের প্রয়াত মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে অভিনেত্রী লেখেন, ‘তবে একটা কথা কি মামুনি, তোমার মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে। পরের জন্ম বলে যদি কিছু থাকে আমি যেন তোমার মেয়ে হয়েই জন্ম নেই। ওপারে ভালো থাকো আমার সোনা মামুনি।’ চলচ্চিত্র ক্যারিয়ারের শুরু থেকে সব সময়ই মাকে পাশে পেয়েছেন পূজা। মেয়ের সাফল্যে সবচেয়ে বেশি খুশি হতেন মা ঝর্ণা রায়। ক্যারিয়ারে মায়ের অবদানের কথা সব সময় বলেন এই অভিনেত্রী।