আবারও ফিরছে ‘মন-দুয়ারী’ টিম। ঈদে প্রচার হবে এ টিমের নতুন নাটক ‘মেঘবালিকা’। জাকারিয়া সৌখিনের রচনা এবং পরিচালনায় নাটকটিতে জুটি হয়ে ফিরছেন অপূর্ব-নীহা। এটি প্রচার হবে ধূপছায়া এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। ‘মন-দুয়ারী’র মতো ‘মেঘবালিকা’ নাটকেও দেখা যাবে পারিবারিক মূল্যবোধ এবং প্রেমবিষয়ক গল্প। জাকারিয়া সৌখিন বলেন, ‘এবারের গল্পটি মূলত প্রেমের। ছটফটানি টাইপের প্রেম। কিছুটা অস্থির, কিছুটা ইমোশনাল আর কিছুটা যন্ত্রণার। আমাদের চারপাশে এমন সম্পর্ক অনেক আছে। তাই দেখবে দর্শক।