অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে অস্কারজয়ী সুরকার এ আর রহমানকে। রবিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় এ সংগীতশিল্পীকে। সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে ভর্তি করা হয় এ আর রহমানকে। এরপর ইসিজি, ইকোকার্ডিওগ্রামসহ বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে। ডাক্তারদের বিশেষজ্ঞ একটি দল এ আর রহমানকে দেখেছে। তাঁর এনজিওগ্রাম করা হতে পারে। এ আর রহমানের মুখপাত্র বলেন, গতকাল লন্ডন থেকে ভারতে ফেরার পরই খুব অস্বস্তি বোধ করছিলেন তিনি। যার ফলে গতকাল রাতেই চেকআপ করানোর জন্য হাসপাতালে যান। চিকিৎসকদের ভাষ্য, ‘রোজা রাখার কারণে পানিশূন্যতা তৈরি হয়েছে।’ এ আর রহমানের ঘনিষ্ঠজন জানান, এ আর রহমান এখন ভালো আছেন। ধীরে ধীরে আরও সুস্থ হয়ে উঠছেন, খুব শিগগিরই বাড়ি ফিরবেন।’