বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত ও সালমান খান আবারও আসছেন একসঙ্গে। তবে এবার নিজের দেশের সিনেমায় নয়, হলিউডের একটি থ্রিলারে দেখা যাবে দুই তারকাকে। সেখানে দুজন হাজির হবেন ক্যামিও চরিত্রে। এ আন্তর্জাতিক প্রকল্পের শুটিং বর্তমানে সৌদি আরবের আল-উলা স্টুডিওতে চলছে। দুই তারকা সৌদি আরবে এসে তাঁদের দৃশ্যধারণ শুরু করেছেন। শুটিং আজ (১৯ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে বলে জানা গেছে। এ দুই অভিনেতাকে আমেরিকান থ্রিলারের গুরুত্বপূর্ণ দৃশ্যে দেখা যাবে। সিনেমাটির নাম এখনো গোপন রাখা হয়েছে। অন্য কারা অভিনয় করছেন সে বিষয়েও কোনো তথ্য মেলেনি। তবে এটি বিগ বাজেটের একটি অ্যাকশনধর্মী থ্রিলার সিনেমা হতে যাচ্ছে বলে আভাস মিলেছে। এর আগে সালমান খান ও সঞ্জয় দত্ত একসঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে ‘সাজান’ (১৯৯১), ‘চাল মেরে ভাই’ (২০০০), ‘ইয়ে হ্যাঁ জালওয়া’ (২০০২) উল্লেখযোগ্য। গত বছর তারা ‘ওল্ড মানি’ গানে একসঙ্গে হাজির হয়ে দর্শক মাতিয়েছিলেন।