মেজর সকার লিগের (এমএলএস) নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে ন্যাশভিল এসসিকে ৫-২ গোলে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। ম্যাচে হ্যাটট্রিক করার পাশাপাশি এক অ্যাসিস্টে উজ্জ্বল ছিলেন লিওনেল মেসি।
রবিবার বাংলাদেশ সময় ভোরে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
হ্যাটট্রিকের সৌজন্যে মৌসুমের মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার ও গোল্ডেন বুট জয়ী হওয়ার দৌড়েও বাকিদের চেয়ে অনেক এগিয়ে আর্জেন্টাইন মহাতারকা। শেষ ম্যাচে হ্যাটট্রিকসহ মোট ২৯ গোল তার। এর সঙ্গে আছে ১৯টি অ্যাসিস্ট। সব মিলিয়ে ৪৮ গোলে অবদান রেখে এমএলএসের এবারের নিয়মিত মৌসুম শেষ করলেন মেসি। ২০১৯ সালে এলএ এফসির হয়ে ৪৯ গোলে অবদান রেখেছিলেন কার্লোস ভেলা।
লিগে গোলদাতার তালিকায় এখন পরিষ্কার ব্যবধানে এগিয়ে মেসি। ন্যাশভিলের স্যাম সারিজ ২৪ গোলে মৌসুম শেষ করেছেন। আর এলএ এফসির ডেনিস বুয়াঙ্গা শেষ ম্যাচ খেলতে নামছেন ২৪ গোল নিয়ে।
প্রতিপক্ষের মাঠে ৩৪তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে বাম পায়ের শটে চমৎকার গোলে দলকে এগিয়ে দেন মেসি। তবে বিরতির আগেই সমতা ফিরিয়ে লিডও নিয়ে নেয় ন্যাশভিল। ৪৩ মিনিটে সমতাসূচক গোলটি করেন স্যাম সারিজ। আর অতিরিক্ত যোগ করা সময়ে দলকে এগিয়ে দেন জ্যাকব শাফেলবার্গ।
দ্বিতীয়ার্ধে ফিরে ৬৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি। এবারের লিগে এটিই ছিল মেসির প্রথম পেনাল্টি শট। যেখানে গোল করতে ভুল হয়নি তার। ৪ মিনিট পর বালতাসার রদ্রিগেস জালের দেখা পেলে ফের এগিয়ে যায় মায়ামি। পরে ৮১ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি।
এমএলএসে সব মিলিয়ে ৫০ গোল পূর্ণ হয় মেসির। মাত্র ৫৩ ম্যাচে। যা লিগের ইতিহাসে দ্রুততম। পরে অতিরিক্ত যোগ করা সময়ে মেসির অ্যাসিস্ট থেকে গোল করে মায়ামির বড় জয় নিশ্চিত করেন তেলাসকো সেগোভিয়া।
এমএলএসে ইস্টার্ন কনফারেন্সে ৩৪ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থেকে লিগ শেষ করল মায়ামি। আগামী শনিবার শুরু হতে যাওয়া এমএলএস কাপ প্লে অফে নামতে হবে তাদের।
বিডি প্রতিদিন/নাজিম