দিন গুনছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। আর কয়েকদিনের অপেক্ষা। ভূমিষ্ঠ হবে তাদের প্রথম সন্তান। গত অগাস্টেই পরিণীতি মা হওয়ার সুখবর দেন। এমনিতেই বিয়ে হওয়ার পর থেকে গত দুই বছরে বিশেষ কোনও ছবিতে দেখা যায়নি তাকে। এবার কি সন্তান হওয়ার পর পুরোপুরি মুম্বাই ছাড়বেন অভিনেত্রী?
পরিণীতি রূপালি পর্দার মানুষ, তাই তার কর্মভূমি মুম্বাই। অন্যদিকে তার স্বামী রাঘব চাড্ডা রাজনীতিবিদ। দিল্লিতে তার কর্মজগৎ। যদিও অভিনেত্রীর স্বামীর পৈত্রিক বাড়িও দিল্লিতেই। বিয়ের পর থেকেই মুম্বাই-দিল্লি আসা-যাওয়া করছিলেন তিনি। অন্তঃসত্ত্বা অবস্থাতেও মুম্বাইয়ে থেকেছেন বেশিরভাগ সময়। কিন্তু এ বার আর অভিনেত্রীকে একা রাখতে চাইছেন না বাড়ির লোক। সন্তান ভূমিষ্ঠ হতে পারে খুব শিগগিরই, তাই স্বামীর সঙ্গে দিল্লি উড়ে গেলেন পরিণীতি। সেখানেই জন্ম নেবে তার সন্তান।
২০২৩ সালের সেপ্টেম্বরে ‘আম আদমি পার্টি’র সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে বিয়ে হয় পরিণীতির। রাজস্থানের উদয়পুরে ঘটা করে হয়েছিল বিয়ের উদ্যাপন। বিয়ের ছ’মাসের মধ্যে এক অনুষ্ঠানে কালো ঢিলেঢালা পোশাকে পরিণীতির উপস্থিতিই তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরকে উস্কে দিয়েছিল। কিন্তু সে খবর শুনে খানিকটা ব্যঙ্গের ছলেই পরিণীতি জবাব দিয়ে লিখেছিলেন, ‘‘কাফতান পোশাক মানেই অন্তঃসত্ত্বা, ঢিলেঢালা শার্ট মানেই অন্তঃসত্ত্বা!’’ সেই ঘটনার বছর ঘুরতে না ঘুরতেই সুখবর দিলেন পরিণীতি।
সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/নাজিম