যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী অনুযায়ী হামাসের কাছে ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চুক্তি অনুসারে, প্রতিটি ইসরায়েলি বন্দির মৃতদেহ ফেরত পাওয়ার বিনিময়ে ১৫ জন ফিলিস্তিনির মৃতদেহ ফেরত দেবে ইসরায়েল। শুক্রবার হামাসের হাতে ইসরায়েলি বন্দি এলিয়াহু মার্গালিটের মৃতদেহ পাওয়ার পর এই বিনিময় সম্পন্ন হয়।
এদিকে, গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, হামাস-শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার ১৫টি মরদেহ হস্তান্তর করা হয়। এ নিয়ে মোট ১৩৫টি মরদেহ হস্তান্তর করা হলো।
এএফপি জানায়, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে হামাস নয় জন ইসরায়েলি এবং একজন নেপালি ছাত্রের মরদেহ হস্তান্তর করেছে।
বিডি প্রতিদিন/নাজিম