টানা দেড় মাসের অবকাশকালীন ছুটির পর রবিবার থেকে শুরু হয়েছে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম।
অবকাশের আগে হাইকোর্ট বিভাগের যে অর্ধশতাধিক বেঞ্চে বিচারকাজ চলছিল তার মধ্যে ৯টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। সেই সাথে আপিল বিভাগের দুইটি বেঞ্চে ও চেম্বার আদালতে চলবে নিয়মিত বিচারিক কার্যক্রম।
এদিকে, অবকাশ শেষে নিয়মিত বিচারিক কার্যক্রম ফেরার প্রথম দিন আজ রীতি অনুযায়ী প্রধান বিচারপতি এবং আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সঙ্গে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ সাধারণ আইনজীবীদের সৌজন্য সাক্ষাতের একটি অনুষ্ঠান রয়েছে।
সুপ্রিম কোর্টের ‘ইনার কোর্ট ইয়ার্ড’ এ সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অনুষ্ঠানের কারণে আজ আপিল বিভাগের বিচারিক কার্যক্রম চলবে সকাল ১১টা পর্যন্ত এবং হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হবে সকালের পরিবর্তে দুপুর ২টা থেকে। সুপ্রিম কোর্ট প্রশাসনের দেওয়া পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন