বছরখানেক হল স্ত্রী-সন্তান নিয়ে পাততাড়ি গুটিয়ে লস অ্যাঞ্জেলেস ছেড়ে ফ্রান্সে পাড়ি জমিয়েছেন হলিউডের অস্কারজয়ী অভিনেতা জর্জ ক্লুনি।
নিউ ইয়র্ক পোস্ট বলছে- এসকয়ার সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে ক্লুনি বলেছেন, সন্তানদের বড় করার জন্য হলিউডের পরিবেশ নিয়ে তিনি ‘ভীত ছিলেন’। তাই ফ্রান্সের একটি খামার বাড়ি বসবাসের জন্য বেছে নিয়েছেন। নিজের এ সিদ্ধান্তে তিনি দারুণ খুশি বলেও জানিয়েছেন অভিনেতা।
অভিনেতা, তার আইনজীবী স্ত্রী আমাল ক্লুনি এবং ৮ বছর বয়সী যমজ সন্তান এলা ও আলেকজান্ডারকে নিয়ে ফ্রান্সে একটি খামার বাড়িতে বসবাস করছেন ক্লুনি। অভিনেতা বলেন, জাঁকজমক ও গ্ল্যামারের জীবনকে পেছনে ফেলে ইউরোপে এসেছি। শহরের কোলাহল আর হলিউডের প্রভাব থেকে দূরে গিয়ে সন্তানদের একটা স্বাভাবিক জীবন দিতে পেরেছি। ফ্রান্সে একটা খামারে থাকি আমরা। আমার জীবনের বড় একটা সময় খামারে কেটেছে, তখন সেটা খুব অপছন্দ করতাম। কিন্তু এখন আমার সন্তানদের জন্য ওটাই সবচেয়ে ভালো বলে মনে করি।
৬৪ বছর বয়সী ক্লুনি খামারে তার সন্তানদের জীবনযাপন নিয়ে বলেন, ওরা সারাক্ষণ আইপ্যাড নিয়ে বসে থাকে না, বড়দের সঙ্গে ডিনার করে, নিজের থালাবাসন ধুয়ে রাখে আর এটাই আসল জীবন।
ক্লুনি বলেছেন, লস অ্যাঞ্জেলেসে সন্তানদের মানুষ করার বিষয়টি নিয়ে তিনি চিন্তিত ছিলেন। অভিনেতার কথায়, ওরা ওখানে কখনো ঠিকভাবে বড় হতে পারত না। হলিউডের সংস্কৃতি সেটা হতে দেয় না, আমি জোর দিয়ে বলতে পারি। আমি চাই না আমার সন্তানরা পাপারাজ্জিদের ভয়ে বড় হোক বা অন্য কোনো তারকার সন্তানদের সঙ্গে প্রতি পদক্ষেপে ওদের তুলনা করা হোক। ফ্রান্সে তারকাখ্যাতির বিষয়টির সঙ্গে আমার সন্তানদের জড়ানো হয় না।
ক্লুনির বিশ্বাস, হলিউডের পরিবেশে তার সন্তানরা জীবনের বাঁক বদলের সাক্ষী হতে পারবে না। তবে তাদের ফ্রান্স যাত্রা পাকাপাকি নয় বলেও জানিয়েছেন অভিনেতা। নিজের ও সন্তানদের বয়সের পার্থক্য নিয়েও রসিকতা করেন ক্লুনি। তিনি জানান, আমার বয়স এত বেশি যে আমার ছেলে যখন কিছু করে দেখাবে, তখন আমার হয়ত একটা দাঁতও অবশিষ্ট থাকবে না। চিবানোর বদলে রুটি গিলতে হবে তখন।
ক্লুনি ও তার স্ত্রী মানবাধিকার আইনজীবী আমাল ক্লুনি যমজ সন্তানের বাবা হন ২০১৭ সালে। শুরু থেকেই সন্তানদের এই দম্পতি খবরের আড়ালে রাখার চেষ্টা করেছেন। ২০২১ সালে সংবাদমাধ্যমে খোলা চিঠিতে ক্লুনি অনুরোধ করেছিলেন, যেন কোথাও তার সন্তানদের ছবি প্রকাশ না করে। বর্তমনে নতুন সিনেমা ‘জে কেলি’র প্রচারে ব্যস্ত আছেন ক্লুনি। গেল অগাস্টে ভেনিস চলচ্চিত্র উৎসবে এই সিনেমার প্রিমিয়ারে ক্লুনি ও আমালকে পাওয়া গেছে। আগামী ১৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
বিডি-নিউজ/আব্দুল্লাহ