জুলাই গণ অভ্যুত্থান ছিল স্বাধীনতার পর সবচেয়ে মহত্তম অর্জন। কিন্তু এ অর্জন এখন প্রশ্নবিদ্ধ। কারণ এ অভ্যুত্থানের পর দেশের মানুষের অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটেছে। লাখ লাখ শ্রমিক হয়ে গেছেন বেকার। জীবিকা হারিয়ে হতাশায় ভুগছেন তারা। বলা হয়ে থাকে রাজনীতির প্রাণ হলো অর্থনীতি। দেশের অর্থনীতি দুর্বিপাকে থাকায় জুলাই গণ অভ্যুত্থানের চেতনা নিষ্প্রভ হয়ে পড়ছে জনমনে। ক্ষুধাতুর মানুষের কাছে তা কোনো অবদান রাখতে পারছে না। এর প্রধান কারণ জুলাই গণ অভ্যুত্থানের পর যারা ক্ষমতায় এসেছে, তারা ব্যবসায়ীদের শত্রু ভাবা শুরু করেছে। তাদের হেনস্তা করাকে নিজেদের অর্জন বলে ভাবছে। পরিণতিতে মানুষ বলতে শুরু করেছে আগেই তারা ভালো ছিলেন। ব্যবসায়ীদের ওপর চড়াও হওয়ার অপনীতির সমালোচনা করেছেন, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি বলেছেন, ঢালাওভাবে ব্যবসায়ীদের ব্যাংক হিসাব জব্দ রাখা ঠিক নয়। বড় ধরনের বিচ্যুতি না থাকলে ব্যবসায়ীদের জব্দ হিসাবগুলো খুলে দেওয়া যায়। তা না হলে সার্বিক ব্যবসাবাণিজ্য, দারিদ্র্য ও কর্মসংস্থানের ওপর বিরাট প্রভাব পড়বে। শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়াসংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি আরও বলেন, গত এক বছরে অর্থনীতির কিছু সূচকের পতন ঠেকানো গেলেও সংকট কাটেনি এবং দারিদ্র্যও কমেনি। ব্যাংকিং খাতে বিগত সরকারের সময় সুশাসন ছিল না। অর্থনীতির আকারের চেয়ে রাজনৈতিক বিবেচনায় অনেক বেশি ব্যাংক অনুমোদন দেওয়া হয়েছিল, যা পৃথিবীর কোথাও নেই। অর্থনীতি ও রাজনীতি পাশাপাশি চলে। একটি অন্যের পরিপূরক। দুর্বল শাসনব্যবস্থার মাধ্যমে অর্থনীতি চলতে পারে না। সঠিক রাজনীতি ছাড়া সঠিক অর্থনীতি হয় না। স্বল্পমেয়াদি সরকার দীর্ঘায়িত হওয়া অর্থনীতির জন্য মঙ্গলজনক নয়। এতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হয়। তাই আর্থিক খাতের শৃঙ্খলার জন্য প্রয়োজন দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার। সিপিডির নির্বাহী পরিচালকের বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। জুলাই গণ অভ্যুত্থানের সুফল পেতে ব্যবসাবান্ধব কর্মকাণ্ডে সরকারকে জোর দিতে হবে। মানুষের জীবনজীবিকার পথ প্রশস্ত করতে হবে নিজেদের সুনামের স্বার্থেই।
শিরোনাম
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
- এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের প্রতিজ্ঞা: চিফ প্রসিকিউটর
- ১৬ কোটি টাকার হাসপাতাল চার বছরেও চালু হয়নি
ব্যবসাবান্ধব রাজনীতি
জীবনজীবিকার পথ প্রশস্ত করবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর