বাংলাদেশকে বলা হয় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ অতি অবশ্যই দুনিয়ার যে কোনো দেশের মানুষের চেয়ে ধার্মিক, কিন্তু কোনোভাবেই তারা সাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী নয়। বাংলাদেশের প্রায় ৯০ শতাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। যে ধর্মে সাম্প্রদায়িকতার কোনো সুযোগ নেই। কারণ ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হজরত মুহাম্মদ (সা.) কোনো বিশেষ সম্প্রদায় বা জাতিগোষ্ঠী নয়, মানবজাতির পথপ্রদর্শক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। বাংলাদেশের মানুষ মনেপ্রাণে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হলেও বিভেদকামী অপশক্তি যাতে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে কোনো অঘটন ঘটাতে না পারে, তা নিশ্চিত করতে সরকার সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বছর পূজামণ্ডপ ও দুর্গাপূজার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারের পাশাপাশি সশস্ত্র বাহিনীও নিয়োজিত থাকবে। স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও দায়িত্ব পালন করবে। সিসিটিভির মাধ্যমে ২৪ ঘণ্টা পূজা মনিটরিং করা হবে। থাকবে গোয়েন্দা নজরদারি। ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে কি না, তা কঠোরভাবে নজরদারি করা হবে। রাজধানী ঢাকাসহ সারা দেশে দুর্গাপূজা উপলক্ষে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এবার দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের হুমকি নেই। শান্তিপূর্ণ পরিবেশেই সারা দেশে দুর্গাপূজা উদ্যাপিত হবে। পূজার নিরাপত্তায় থাকছেন ২ লাখ আনসার সদস্য এবং অ্যাপসে নজরদারি করবে সংস্থাটি। প্রতি বছরের মতো এবারও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পূজাকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস ও আগ্রহ তৈরি হয়েছে। আলেম সমাজের পক্ষ থেকে বলা হয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনে প্রয়োজনে নিরাপত্তামূলক ভূমিকা পালন করবে মুসলিম ভাইয়েরা। এ মনোভাব বাংলাদেশের মানুষের উদার মনোভাব স্পষ্ট করেছে। জাতীয় ঐক্যের ভিতকে করেছে শক্তিশালী। সম্প্রীতির এই মনোভাব যে কোনো মূল্যে বজায় রাখতে হবে।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে