বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতিবিদদের মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র্যালিতে সমবেত নেতা-কর্মীদের উদ্দেশে তাঁর দেওয়া এই ভার্চুয়ালি বক্তব্য সময়ের প্রেক্ষাপটে খুবই প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ। রাজনীতিতে ভিন্ন মতের সহাবস্থানই গণতন্ত্রের সৌন্দর্য। এক দলের সঙ্গে অন্য দলের মতপার্থক্য থাকবেই। কিন্তু এ মতপার্থক্যের কারণে রাজনৈতিক নেতা-কর্মীদের ব্যক্তিগত সম্পর্কে চিড় ধরলে গণতন্ত্রের ভিত দুর্বল হয়। কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদের চর্চা অনিবার্য হয়ে ওঠে। রাজনৈতিক শক্তির অশোভনীয় দ্বন্দ্বের সুযোগে কখনো ওয়ান-ইলেভেন, কখনো অন্তর্বর্তীর আগমন ঘটে। সেনাশাসকদের কাছে জিম্মি হয়ে পড়ে দেশের মানুষ। যার খেসারত দিতে হয় রাজনীতিকদের। এক বছর আগে গণ অভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্ববাদী শাসনের পতন কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। প্রতিপক্ষকে দমন, নির্বাচনব্যবস্থার ওপর শাসক গোষ্ঠীর ভ্রুকুটির অনিবার্য পরিণতি ছিল গণ অভ্যুত্থান। বিএনপির শীর্ষ নেতা অতীতের ভুলভ্রান্তি কাটিয়ে নিরাপদ বাংলাদেশ গড়ার সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দিয়েছেন। বলেছেন, বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকলেও রাজনৈতিক দলগুলোকে দেশ ও জনগণের স্বার্থে এক থাকতে হবে। কোনো ইস্যুতেই রাজনীতিবিদদের মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়। রাজনৈতিক দলের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকবে। তা দূর করতে আমাদের আলোচনাও চলবে। জাতীয় কোনো ইস্যুতে, গণতন্ত্রের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সে লক্ষ্যে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশ্বাস করতে হবে, ‘ধর্ম, দর্শন, মত যার যার, রাষ্ট্র আমাদের সবার।’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন। বলেন, ফ্যাসিবাদের সময় আমরা নিরাপদ ছিলাম না। আমাদের সন্তানরা নিরাপদ ছিল না। আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। পুরো বাংলাদেশকে বর্বর বন্দিশালা বানানো হয়েছিল। চব্বিশের গণ অভ্যুত্থানের কারণে আসা সুযোগকে কাজে লাগিয়ে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি প্রতিষ্ঠা করা গেলে ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ পাবে না। গণতন্ত্রের পথে পথযাত্রায় বিএনপির শীর্ষ নেতার আহ্বান সব গণতন্ত্রপ্রেমী দল এবং রাজনৈতিক নেতা-কর্মীদের অনুকরণীয় হয়ে উঠবে- এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- মূল্যস্ফীতি বেড়ে ৮.৫৫%
- পতন থামলেও সংকট কাটেনি
- বসুন্ধরা কিংসের খেলোয়াড় তৈরির কারখানা
- নাটোরে প্রাইভেটকার থামিয়ে চালককে গলা কেটে হত্যা
- বন ও পরিবেশ সুরক্ষায় মন্ত্রণালয়ের এক বছরের উদ্যোগ
- তিন ঘণ্টা পর সারা দেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক
- এআইয়ের অপব্যবহার রোধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ হবে : ইসি
- পাওয়া না পাওয়ার এক বছর
- শিক্ষাপ্রতিষ্ঠানে যেকোনো দলের দখলের বিরুদ্ধে বিএনপি : নজরুল ইসলাম
- ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, এগিয়ে যারা
- সোনারগাঁয়ে পানিতে পড়ে নিখোঁজ ৩ বছরের শিশু রিজভী
- ট্রাম্পের ৫০% শুল্ক : ভারতের শেয়ারবাজারে বিশাল ধস, নামবে জিডিপিও!
- মাঝ আকাশে যাত্রী অসুস্থ, ইস্তাম্বুলে বিমানের লন্ডনগামী ফ্লাইটের জরুরি অবতরণ
- সেমিকন্ডাক্টরে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
- রোজার আগেই নির্বাচনি ট্রেন নির্ধারিত স্টেশনে পৌঁছাবে : প্রিন্স
- ঝিনাইদহে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ
- ‘ফিলিস্তিনের পেলে’ সুলেমান ওবেইদকে গুলি করে হত্যা করল ইসরায়েলি বাহিনী
- চুয়াডাঙ্গা সীমান্তে ২১টি স্বর্ণবারসহ যুবক আটক
- বেলকুচিতে বিএনপির বিজয় র্যালিতে জনতার ঢল
- পদ্মার ভাঙনে নিঃস্ব শরীয়তপুরের শত শত পরিবার
রাজনীতিতে সহাবস্থান
গণতন্ত্রের সৌন্দর্য নিশ্চিত করে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর