প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়ে সমালোচনা করায় সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টনের বাড়িতে অভিযান পরিচালনা করেছে এফবিআই। এর নির্দেশ দেন এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্যাটেল একটি রহস্যময় পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “কেউ আইনের ঊর্ধ্বে নয়। এফবিআই এজেন্টরা তাদের মিশনে আছে।”
উল্লেখ্য, বল্টন ২০১৮-১৯ সাল পর্যন্ত ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে ২০২০ সালে বইয়ে গোপন তথ্য ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। ট্রাম্প অবশ্য ওই বইটি প্রকাশে বাধা দেন।
ট্রাম্প বলেন, চুক্তি লঙ্ঘন করে বইটি প্রকাশ করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন ছাড়ার পর তার জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি নিয়ে সমালোচনা করেন বল্টন। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে তার মতামত দেন। সম্প্রতি ট্রাম্পের শুল্ক আরোপের বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন বল্টন। এরপরই তার বাড়িতে অভিযান পরিচালনা করেছে এফবিআই।
এ মাসের শুরুতে এনডিটির সঙ্গে সাক্ষাতে সাবেক ওই নিরাপত্তা উপদেষ্টা ট্রাম্পের বিরুদ্ধে অযথা ভারতকে বিরক্ত করার অভিযোগ করেন। তিনি ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ভুল বলে অভিহিত করেন।
গত সপ্তাহে এক পোস্টে বল্টন বলেন, রাশিয়া থেকে তেল ক্রয়ের অভিযোগে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। তবে একই কাজের জন্য চীনের বিরুদ্ধে পদক্ষেপ নেননি তিনি। বলেন, এটি ট্রাম্প প্রশাসনের মনোযোগের অভাব। যেসব নিরাপত্তা কর্মকর্তাদের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করা হয়েছে এর তালিকায় বল্টনের নাম উঠে এসেছে। সূত্র: সিএনএন, বিবিসি, এনবিসি, নিউ ইয়র্ক টাইমস, এপি
বিডি প্রতিদিন/একেএ