বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের প্রাণকেন্দ্র হোক- এ কামনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিদেশি বিনিয়োগকারীদের তিনি বলেছেন, বাংলাদেশ এখন বিনিয়োগের আদর্শ স্থান। কিন্তু বাস্তব অবস্থা একই সুরে বাজছে না। চলতি রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক স্থবিরতার প্রভাব পড়েছে দেশের বিনিয়োগ ও শিল্পবাণিজ্য খাতে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে সরাসরি বিদেশি বিনিয়োগ কমেছে ২৮ শতাংশ। একই সময়ে মূলধনি যন্ত্রপাতি আমদানি কমেছে ২৫ শতাংশের বেশি। এটা উদ্বেগের বিষয়। কারণ, মূলধনি যন্ত্রপাতি আমদানির ওপর নির্ভর করে দেশে নতুন শিল্পকারখানা স্থাপিত হয়, যা কর্মসংস্থান তৈরি করে। কিন্তু বর্তমানে নতুন শিল্প স্থাপনার গতি শ্লথ হওয়ায় দেশের সামগ্রিক অর্থনীতিতেই প্রভাব পড়ছে। সংশ্লিষ্ট ক্ষেত্রের আগাপাশতলা সম্পর্কে সম্যক ওয়াকিবহাল মহল মাত্রেই একমত যে, বিদেশিরা তখনই বিনিয়োগ করেন, যখন দেশীয় বিনিয়োগকারীরা এগিয়ে আসেন। কিন্তু সংগত-অসংগত নানা কারণে দেশীয় বিনিয়োগকারী বা উদ্যোক্তারা অনেকটাই হাত গুটিয়ে বসে আছেন। তাই বিদেশিরাও সেভাবে আসছেন না। তবে আশার আলো দেখা দিতে শুরু করেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বেজা ও বেপজা গত সাত মাসে প্রায় ১০০ কোটি ডলারের নতুন বিদেশি বিনিয়োগ প্রস্তাব পেয়েছে। বিডা এ সময় ৭৩৯টি নতুন শিল্প প্রকল্প নিবন্ধন করেছে, যার মধ্যে ৬৬টি সম্পূর্ণ বিদেশি মালিকানায় এবং ৬১টি যৌথ উদ্যোগে। বোঝা যাচ্ছে- দেশের বিনিয়োগ পাইপলাইন শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে চলেছে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সব সহায়তা প্রণোদনা, নিরাপত্তা এবং অবকাঠামোগত সহায়তা সম্প্রসারিত করে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মনে স্বস্তি ও আস্থা প্রতিষ্ঠা করা জরুরি। তার জন্য চাই দীর্ঘমেয়াদি নীতিগত সহায়তা ও প্রকৃত কর্মপরিকল্পনা বাস্তবায়ন। রাজনৈতিক স্থিতিশীলতা ও নীতিগত সংস্কার ছাড়া তা সম্ভব নয়। এজন্য জাতি প্রত্যাশা করে যে, অর্থনীতির কাক্সিক্ষত সমৃদ্ধি অর্জন এবং আশাব্যঞ্জক দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, গতিশীল উৎপাদন ও রপ্তানি নিরবচ্ছিন্ন করতে করণীয় সবটাই করবে সরকার। জুলাই গণআন্দোলন-উত্তর নতুন বাংলাদেশ বিনির্মাণে নিয়োজিতদের কাছে এটাই জনগণের প্রত্যাশা।
শিরোনাম
- শুধু রাজনীতিকে নয়, অর্থনীতিকেও গণতন্ত্রায়ন করতে হবে : আমীর খসরু
- শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যেই ভারতে নতুন রাষ্ট্রদূত ট্রাম্পের
- বরিশালে জামাতার হাতে শ্বশুর খুন
- জোড়াতালি দিয়ে পরিবর্তন সম্ভব নয় : মির্জা ফখরুল
- ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ইউরোপ
- নির্বাচনের আগেই লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- ইরানের ভয়ঙ্কর সেই ড্রোন নিয়ে গবেষণা করতে চায় যুক্তরাষ্ট্র
- বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ এবং ভেন্যু ঘোষণা করলেন ট্রাম্প
- ভারতে তৈরি হবে যুদ্ধবিমানের ইঞ্জিন, সহযোগিতা করবে ফ্রান্স
- সাবেক মার্কিন নিরাপত্তা উপদেষ্টার বাড়িতে এফবিআইয়ের হানা
- ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিয়নের ফ্লাইট স্থগিত
- কেন পাল্লা দিয়ে দুবাইয়ে পাড়ি জমাচ্ছেন বিশ্বের ধনী ব্যক্তিরা?
- রাশিয়াকে কঠোর আল্টিমেটাম ট্রাম্পের
- পুতিন-জেলেনস্কির মধ্যে বৈঠকের পরিকল্পনা হয়নি: রাশিয়া
- ইরানে হামলার ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্নমত, চাকরি হারালেন পেন্টাগনের গোয়েন্দা প্রধান
- প্রথমবারের মতো দেশের বাইরের ক্লাবে শিউলি
- ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে কুয়ালালামপুরে জড়ো হবে লক্ষাধিক মানুষ
- ২৪ ঘণ্টা সিসিটিভির আওতায় থাকবে সাদাপাথর পর্যটনকেন্দ্র
- ১৮ সালের নির্বাচনের কলঙ্ক মোচনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ : ডিএমপি কমিশনার
- লঞ্চ থেকে মুমূর্ষু নবজাতককে উদ্ধার করলো কোস্ট গার্ড
বিনিয়োগে বিরূপ প্রভাব
কেটে যাক অর্থনৈতিক স্থবিরতা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর