ফিলিস্তিনের গাজার ২০ লাখের বেশি মানুষ এ বছর কোরবানি দিতে পারেনি। পবিত্র ঈদুল আজহার খুশি তাদের জীবনে এ বছরও অধরা রয়ে গেছে। গত সোমবার ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৬০ ফিলিস্তিনি। আহত ব্যক্তির সংখ্যা ৩৮৮। এ নিয়ে গাজায় ইসরায়েলের ফিলিস্তিনি নিধনযজ্ঞে ৫৪ হাজার ৯২৭ ব্যক্তি প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ১ লাখ ২৬ হাজার ২২৭ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত ব্যক্তিদের এ হিসাব তৈরি করেছে জায়েনবাদীদের হামলার শিকার ফিলিস্তিনিদের যেসব লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে তার ভিত্তিতে। অসংখ্য ধ্বংসস্তূপের নিচে আরও মানুষের লাশ পড়ে আছে বলে ধারণা করা হয়। স্মর্তব্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজার হামাস যোদ্ধারা। ওই হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়। এ ছাড়াও ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় তারা। হামাসের হামলার জবাব দেওয়ার নামে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। ১৫ মাসেরও বেশি টানা অভিযানের পর মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করে তেল আবিব। তবে দুই মাস না যেতেই ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে দেশটি। এ পর্যন্ত বেশ কয়েকবার সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ইতোমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। তবে ইসরায়েলের সাফ জবাব হামাসকে অকার্যকর এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত গাজায় অভিযান চলবে। ইসরায়েলে হামলা চালানোর জন্য শুধু গাজা নয়, ফিলিস্তিনের পশ্চিম তীরেও দলননীতি অব্যাহত রেখেছে তেল আবিব। ইসরায়েলে বেসামরিক নাগরিকদের ওপর হামাসের হামলা নিঃসন্দেহে নিন্দনীয়। তবে এ অজুহাতে গাজার সাধারণ ফিলিস্তিনিদের ওপর ১৫ মাস ধরে যে হামলা চলছে, তা আরও বেশি অগ্রহণযোগ্য। ইসরায়েলের মদতে তৈরি হামাসের বিরুদ্ধে যুদ্ধের নামে ফিলিস্তিনি হত্যাযজ্ঞ জায়েনবাদী বর্বরতাকে স্পষ্ট করেছে। এ পৈশাচিকতার অবসান হওয়া উচিত।
শিরোনাম
- হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ
- ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল
- জুরাইনে ফুটপাতে পড়েছিল দুই লাশ
- সম্পর্ক জোরদারে ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী
- তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে : স্বাস্থ্য উপদেষ্টা
- থাকছে না নিবন্ধন পরীক্ষা, যে পদ্ধতিতে হবে শিক্ষক নিয়োগ
- বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম
- আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স ১৪২৪ মিলিয়ন ডলার
- সচিব হলেন আবু ইউসুফ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পদায়ন
- সাদাপাথরকাণ্ড: সিলেটের জেলা প্রশাসক ও ইউএনও বদলি
- মোদিকে ফোনে কী বললেন পুতিন?
- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন
- সাগরে তিন দিন ভেসে থাকা ৮ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড
- ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান
- ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন উমামা
- নরওয়ের তেল শোধনাগার অবরোধ গ্রেটা থুনবার্গের
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব রেহানা পারভীন
- করিডোর ইস্যুতে আর্মেনিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
- টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
- নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ