যুদ্ধবিরতি নেই, হয়নি কোনো চুক্তি। তারপরও যুক্তরাষ্ট্রের আলাস্কায় অনুষ্ঠিত ট্রাম্প-পুতিন বৈঠককে সফল বলে অভিহিত করেছে দুই পক্ষই। রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশ এ বৈঠকে রুশ প্রেসিডেন্ট পুতিনকে ১০ এ ১০ নম্বর দিয়েছে। কারণ রুশ-ইউক্রেন যুদ্ধ থামাতেই মূলত বৈঠকের আয়োজন। রাশিয়া এরই মধ্যে ইউক্রেনের বিশাল এলাকা দখলে রাখলেও তা ছাড়ার বদলে নিরাপত্তা সুরক্ষায় রাশিয়া কতটা অংশ রাখতে পারবে তা নিয়েই কথা হয়েছে। দুই পক্ষ এ বিষয়ে অনানুষ্ঠানিক ঐকমত্যে পৌঁছেছে বলেও মনে হচ্ছে। তবে ট্রাম্প বলেছেন, তিনি এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ইউরোপীয় মিত্রদের সঙ্গে কথা বলবেন। রাশিয়া-আমেরিকা শীর্ষ বৈঠকের জন্য পুতিনের ওপর মানসিক চাপ সৃষ্টি করতে ট্রাম্প বেছে নেন তার দেশের ৪৯তম রাজ্য আলাস্কাকে। বাংলাদেশের চেয়ে ১৩ গুণ বড় আলাস্কা ছিল একসময় রাশিয়ার অংশ। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দুই নেতা বক্তব্য দিলেও তারা কেউ সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি। বৈঠকের পর যুক্তরাষ্ট্রের ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, খুব ভালো বৈঠক হয়েছে। বহুল আলোচিত এ বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়নি। এরই মধ্যে বৈঠক নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ট্রাম্প ও পুতিন বৈঠকটি ছিল খুবই ইতিবাচক। জার শাসনামলে মাত্র ৭২ লাখ ডলারের বিনিময়ে রাশিয়া সে সময়ের মিত্রদেশ যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা বিক্রি করে। অথচ পরে প্রমাণিত হয় সেটি এক অফুরন্ত সম্পদে ভরা এলাকা। আলাস্কায় রয়েছে সোনা, জ্বালানি তেল ও অন্যান্য মূল্যবান খনিজ সম্পদের বিশাল মজুত। মাছেরও ভান্ডার এ রাজ্যটির জলসীমা। আলাস্কায় প্রায় তিন ঘণ্টার শীর্ষ বৈঠক হয়েছে সৌহার্দপূর্ণ পরিবেশে। পুতিনের ভাষ্য, তিনি ও ট্রাম্প খুবই ভালো ব্যবসায়িক ও বিশ্বাসযোগ্য সম্পর্ক স্থাপন করেছেন। যা ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে। মনে হচ্ছে এ বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে শত্রুতার বদলে ভালো সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে। ইউক্রেনের নিরাপত্তা নয়, নিজেদের স্বার্থেই হয়তো রাশিয়াকে ছাড় দিতেও রাজি যুক্তরাষ্ট্র। যা চীন-রাশিয়া সম্পর্কে পরিবর্তন আনবে কি না দেখার বিষয়।
শিরোনাম
- মাছের ঘের নিয়ে গোলাগুলি, কক্সবাজারে নিহত ১
- উন্মোচনের আগেই বাজারে আইফোন ১৭!
- বিশ্বের প্রথম স্মার্টফোন: কোন কোম্পানির, কেমন ছিল সেই ডিভাইস
- আরবাজের সঙ্গে বিচ্ছেদ, অর্জুনের সঙ্গে সম্পর্ক: যা জানালেন মালাইকা
- কক্সবাজারে হঠাৎ অসুস্থ সংস্কৃতি উপদেষ্টা, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়
- জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি: প্রধান উপদেষ্টা
- ‘ওয়ার টু’ মুক্তির দুই দিনে পার করেছে ১০০ কোটির মাইলফলক
- রবিবার যেখানে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিন’
- মোরেলগঞ্জে ১৮ বছর পর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
- ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জন্মাষ্টমী উৎসবে তিন বাহিনী প্রধান
- বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
- কুমিল্লায় প্রাইভেটকারের ধাক্কায় মা-শিশু নিহত, আহত ৩
- কাল যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
- হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত চালক
- গ্রেফতার লামা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ও তার পুত্র
- হাসনাত-সারজিস-জারাসহ এনসিপির ৫ নেতার শোকজ প্রত্যাহার
- গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে : স্বাস্থ্য উপদেষ্টা
- ট্রেলার উন্মোচন ঘিরে বিতর্ক, ক্ষোভে ফুঁসছেন দেবলীনা
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বিএনপি মানবে না : সেলিমা রহমান
- ঝালকাঠিতে হেলে পড়েছে পাঁচতলা ভবন, আতঙ্কে আশপাশের বাসিন্দারা