ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। পশু কোরবানি এ ঈদের অন্যতম অনুষঙ্গ। এ প্রথার সঙ্গে বিশ্বাসীদের আদিপিতা হজরত ইবরাহিম (আ.) ও তাঁর পুত্র ইসমাইল (আ.)-এর পবিত্র স্মৃতি জড়িত। একইভাবে এই দুই প্রিয় নবীর স্মৃতির সঙ্গে জড়িত পবিত্র হজ। পবিত্র মক্কায় এ বছর হজ পালন করছেন ২০ লাখেরও বেশি হাজি। আল্লাহর এই মেহমানদের প্রতি আমাদের শুভকামনা। ঈদুল আজহা এমন এক উৎসব ও ইবাদত যা সংঘাতময় বিশ্বে মানব জাতিকে শান্তির পথ দেখাতে পারে। আনুমানিক হিসাবে প্রায় সাড়ে ৪ হাজার বছর আগে সর্বশক্তিমান আল্লাহ নবী হজরত ইবরাহিম (আ.)-কে তাঁর প্রিয় বস্তু কোরবানির নির্দেশ দেন। আল্লাহর প্রতি সংশয়াতীত আনুগত্যে ইবরাহিম (আ.) প্রিয় পুত্র ইসমাইল (আ.)-কে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নেন। আল্লাহর হুকুম তামিলে অপত্যস্নেহ যাতে বাধা হয়ে না দাঁড়ায় তা নিশ্চিত করতে নিজের চোখ বেঁধে নেন তিনি। প্রিয় পুত্রকে কোরবানির সময় আল্লাহর ইচ্ছায় ইসমাইল (আ.)-এর বদলে একটি মেষ বা দুম্বা কোরবানি হয়। ফেরেশতা হজরত ইবরাহিম (আ.)-কে জানান, আল্লাহ তাঁর আনুগত্যে সন্তুষ্ট হয়েছেন। স্রষ্টার প্রতি আনুগত্যের এ মহিমান্বিত ঘটনার অনুসরণে মহানবী (সা.)-এর অনুসারীরা ১ হাজার ৪০০ বছর ধরে পালন করছেন কোরবানির প্রথা। নিছক পশু জবাই নয়; মানুষের মধ্যে লুকিয়ে থাকে যে পশুত্ব ও অহংবোধ তা বিসর্জন দিয়ে সর্বশক্তিমান আল্লাহর প্রতি নিবেদিতপ্রাণ হওয়াই কোরবানির শিক্ষা। এ বিষয়ে আল্লাহর ঘোষণা, পশুর রক্ত বা মাংস নয়, তাঁর কাছে পৌঁছে বান্দার তাকওয়া। মহান আল্লাহর নির্দেশানুযায়ী জীবন গড়ার মধ্যেই রয়েছে কোরবানির মাহাত্ম্য। যে কারণে কোরবানির নামে অহংবোধ যাতে মাথা চাড়া দিয়ে না ওঠে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। সারা দেশে এখন চলছে ঈদুল আজহার প্রস্তুতি। কোরবানিতে পরিবেশ যাতে দূষিত না হয় সে বিষয়ে সচেতন থাকা আমাদের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত। পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অনুষঙ্গ। কোরবানির জন্য পরিবেশ যাতে নোংরা না হয় সচেতন থাকতে হবে। মুসলমানের পাশাপাশি খ্রিস্টান ও ইহুদিদের কাছেও হজরত ইবরাহিম (আ.) পরম শ্রদ্ধার পাত্র। হানাহানিমুক্ত বিশ্ব গড়তে মিল্লাতে ইবরাহিম (আ.)-এর মধ্যে শান্তি ও সমঝোতার পরিবেশ গড়ে উঠলে তা হবে মানব জাতির জন্য এক বড় অর্জন। সবাইকে ঈদ মুবারক।
শিরোনাম
- শুধু রাজনীতিকে নয়, অর্থনীতিকেও গণতন্ত্রায়ন করতে হবে : আমীর খসরু
- শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যেই ভারতে নতুন রাষ্ট্রদূত ট্রাম্পের
- বরিশালে জামাতার হাতে শ্বশুর খুন
- জোড়াতালি দিয়ে পরিবর্তন সম্ভব নয় : মির্জা ফখরুল
- ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ইউরোপ
- নির্বাচনের আগেই লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- ইরানের ভয়ঙ্কর সেই ড্রোন নিয়ে গবেষণা করতে চায় যুক্তরাষ্ট্র
- বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ এবং ভেন্যু ঘোষণা করলেন ট্রাম্প
- ভারতে তৈরি হবে যুদ্ধবিমানের ইঞ্জিন, সহযোগিতা করবে ফ্রান্স
- সাবেক মার্কিন নিরাপত্তা উপদেষ্টার বাড়িতে এফবিআইয়ের হানা
- ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিয়নের ফ্লাইট স্থগিত
- কেন পাল্লা দিয়ে দুবাইয়ে পাড়ি জমাচ্ছেন বিশ্বের ধনী ব্যক্তিরা?
- রাশিয়াকে কঠোর আল্টিমেটাম ট্রাম্পের
- পুতিন-জেলেনস্কির মধ্যে বৈঠকের পরিকল্পনা হয়নি: রাশিয়া
- ইরানে হামলার ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্নমত, চাকরি হারালেন পেন্টাগনের গোয়েন্দা প্রধান
- প্রথমবারের মতো দেশের বাইরের ক্লাবে শিউলি
- ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে কুয়ালালামপুরে জড়ো হবে লক্ষাধিক মানুষ
- ২৪ ঘণ্টা সিসিটিভির আওতায় থাকবে সাদাপাথর পর্যটনকেন্দ্র
- ১৮ সালের নির্বাচনের কলঙ্ক মোচনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ : ডিএমপি কমিশনার
- লঞ্চ থেকে মুমূর্ষু নবজাতককে উদ্ধার করলো কোস্ট গার্ড
পবিত্র ঈদুল আজহা
মনের পশুত্ব ও অহংবোধ দূর হোক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর