আগামী মাসে ১৩০ কোটি ডলার ঋণ ছাড় করবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এ অর্থ ৪৭০ কোটি ডলার ঋণ প্যাকেজের অংশ, যার বিতরণ স্থগিত ছিল। বিনিময় হার নমনীয়তার আওতায় ‘ক্রলিং পেগ’ ব্যবস্থার বাস্তবায়ন নিয়ে যে মতবিরোধ ছিল, তার সমাধান হয়েছে। বিনিময় হারে আরও নমনীয় হওয়ার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ব্যাংক ও আইএমএফ। এর আগে আইএমএফের একটা মিশন ঢাকা সফর করে। তারা বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার কর্মসূচি পর্যালোচনা করেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বরাবরই বাস্তব অর্থে নমনীয় বিনিময় হার চাচ্ছিল। যা কেবল সীমিত পরিসরে পরিবর্তন নয়, বরং একাধিক বিনিময় হারের ব্যবস্থা বাতিল করাকে অন্তর্ভুক্ত করে। তবে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতির ঝুঁকি ও রাজনৈতিক প্রতিক্রিয়ার আশঙ্কা থেকে কিছুটা সতর্ক অবস্থানে ছিল। এতে বোঝাপড়ার সংকট ও স্থবিরতা সৃষ্টি হয়। উল্লেখ্য, ২০২৩ সালে বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করে আইএমএফ। এ পর্যন্ত তিন কিস্তিতে এর ২৩০ কোটি ডলার ছাড় করেছে। গত ফেব্রুয়ারিতে ঋণের চতুর্থ কিস্তির সাড়ে ৬৪ কোটি ডলার ছাড় নিয়ে আলোচনা ভেস্তে যায়। তখন মন্ত্রণালয় জানায়, ঋণের কিস্তি ছাড়ের শর্তসমূ হ পূরণে সময় লাগছে বলেই বিলম্ব হয়েছে। অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, কিস্তিগুলো এমন কিছু শর্তের সঙ্গে যুক্ত, যা বাংলাদেশ সরকার ও আইএমএফ যৌথভাবে অর্থনৈতিক ভিত্তি মজবুতে সম্মত হয়েছে। এর মধ্যে কিছু শর্ত বাস্তবায়ন সময়সাপেক্ষ। এজন্য ২০২৪-২৫ অর্থবছরের মধ্যে নির্ধারিত দুটি কিস্তি একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আইএমএফ এই সমন্বিত চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ে সম্মতি দিয়েছে। গত মাসে সন্তোষজনকভাবে পর্যালোচনা সম্পন্ন হওয়ার পর আইএমএফ বোর্ডের অনুমোদন পাওয়ায় আগামী মাসে এ অর্থ ছাড় হবে। দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশকে ঋণের শেষ দুটি কিস্তি দেওয়ার ক্ষেত্রে জট কাটল। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বে আইএমএফের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পর এ সমঝোতা হয়েছে। এ বোঝাপড়া স্বস্তিদায়ক। কারণ, এ ঋণ ছাড় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রয়োজনীয় ইতিবাচক প্রভাব ফেলবে।
শিরোনাম
- জবি শিক্ষার্থীদের দাবি ‘ন্যায়সংগত’, মেনে নেওয়ার আহ্বান জামায়াতের
- জুলাই থেকে ইন্টারনেটের দাম ২০ শতাংশ কমবে
- টিকটকে নাচের ভিডিও দিয়ে বেশ ঝামেলায় ট্রাম্পের নাতনি
- ধুঁকছে শিল্প, স্বস্তি চান উদ্যোক্তারা
- ভারতের ৯ বিমানবন্দরে তুর্কি সেলেবি এভিয়েশনের লাইসেন্স বাতিল
- রাশিয়ার সাইবেরিয়ায় ভয়াবহ দাবানলে ৬ লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে ছাই
- ‘পারমাণবিক ব্ল্যাকমেইল ছাড়াই ভারতকে প্রতিহত করতে সক্ষম পাকিস্তান’
- “আবাসনের দাবি ন্যায্য”, জবি শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস উপদেষ্টা মাহফুজের
- 'জবি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিতে দ্রুত আলোচনায় বসুন'
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. আসিফ নজরুলের সৌজন্য সাক্ষাৎ
- জবির সাবেক-বর্তমান শিক্ষার্থীদের সমাবেশ সকালে, জুমার পর গণঅনশন
- টানা ৩৩ ঘণ্টা ধরে তিন দফা দাবিতে আন্দোলন করছেন জবি শিক্ষার্থীরা
- পুতিন আর আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই ঘটবে না, ইউক্রেন ইস্যুতে ট্রাম্প
- দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৭৮৯ জন
- চিলি-কলম্বিয়া ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা, ফিরলেন মেসি
- ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন স্পেনের
- কমলো স্বর্ণের দাম
- ইন্দোনেশিয়ায় সেনা অভিযানে ১৮ বিচ্ছিন্নতাবাদী নিহত
- আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিতে চট্টগ্রাম ত্যাগ করল “বানৌজা খালিদ বিন ওয়ালিদ”
- মার্কিন পণ্যে সব ধরনের শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে ভারত
আইএমএফ ঋণ
রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ুক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর