শিক্ষাঙ্গনে চলছে সীমাহীন নৈরাজ্য। বলা যায়, ভিন্ন আঙ্গিকের এমন নৈরাজ্য কখনো মাথা চড়া দিয়ে ওঠেনি শিক্ষাঙ্গনে। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে দেশের ছাত্রসমাজ। কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়ে তারা গণতন্ত্রের পথে দেশবাসীর অভিযাত্রার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। জাতি এ জন্য ছাত্রসমাজের কাছে কৃতজ্ঞ। কিন্তু তার পর থেকেই চলছে মাধ্যমিক স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সংকট, অস্থিরতা। পাবলিক পরীক্ষা বাতিল দাবিতে আন্দোলন করেছেন ছাত্ররা। এর জের না কাটতেই পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনে হাত পাকিয়েছেন তারা। সারা দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের চাপ দিয়ে পদত্যাগে বাধ্য করা হয়েছে। গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষ ও শিক্ষার্থীদের টানাটানিও থেমে নেই। কথায় কথায় ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে ভিসিবিরোধী আন্দোলনে নামছেন। সব মিলিয়ে অস্থিরতা বিরাজ করছে শিক্ষাঙ্গনে। বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা এখন আর পাঠে মনোযোগী নন, তারা নিজেদের ক্ষমতা জাহিরেই ব্যস্ত হয়ে পড়েছেন। কথায় কথায় দায়িত্বশীল ব্যক্তিদের পদত্যাগ দাবি, ক্লাস বর্জন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। যা জাতির দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। শিক্ষার্থীরা তাদের পড়ালেখা থেকেও ক্রমে দূরে সরে যাচ্ছেন। উ™ূ¢ত পরিস্থিতিতে পড়াশোনাবিমুখ তরুণ প্রজন্ম তৈরি হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজটের শঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশের ইতিহাস ছাত্রসমাজের ইতিহাস। ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে মাঠে থেকে নেতৃত্ব দিয়েছেন ছাত্ররা। কিন্তু কখনো শিক্ষাপ্রতিষ্ঠানে অচলাবস্থা সৃষ্টির কারণ ঘটাননি তারা। শিক্ষকদের অবমাননাকর অবস্থায় ফেলা হয়নি কোনো আন্দোলন-সংগ্রামের পর। আন্দোলনের ফসল দেশবাসীর বদলে নিজেরা ভোগ করার মানসিকতাও কখনো মাথা চড়া দিয়ে ওঠেনি। আমরা শুধু শিক্ষার্থী নয়, সমাজের যে কোনো অংশের ন্যায়সংগত দাবিদাওয়ার বিষয়ে সহানুভূতিশীল। দেশের ভবিষ্যৎ কান্ডারি ছাত্রসমাজের শিক্ষা এবং শৃঙ্খলায় ব্যত্যয় ঘটবে এমন প্রবণতা সময় থাকতেই ঠেকাতে হবে।
শিরোনাম
- ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে ফের গোলাগুলি, উত্তেজনা চরমে
- ভারতে মুক্তি পাচ্ছে না ফাওয়াদের ‘আবির গুলাল’
- বুমরাহকে নিয়ে রবি শাস্ত্রীর পরামর্শ
- আজ ৭ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
- দুই প্রজন্মের সম্পর্কের টানাপোড়েনের গল্প ‘আমার বস’
- সুখী দাম্পত্যের ‘রহস্য’ ফাঁস করলেন আনুশকা
- দোষারোপ মানতে পারছেন না আফ্রিদি
- গাজায় হামলার শিকার ৬৫ শতাংশই নারী-শিশু ও বৃদ্ধ
- হ্যাটট্রিক করতে না পারা নিয়ে যা বললেন তাইজুল
- জুনেই ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি?
- জাতীয়তাবাদের উপহার সবাই মিলে এক জাতি
- সাকিবের আরও কাছে তাইজুল
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৯ এপ্রিল)
- বাংলাদেশে আসতে চায় চীনা জায়ান্ট ‘টেন্সেন্ট’
- সন্ত্রাসীদের হাত থেকে তরুণকে বাঁচাতে গিয়ে গুলিতে যুবদল কর্মী নিহত
- ৩৯৮ যাত্রী নিয়ে ঢাকা ছাড়লো প্রথম হজ ফ্লাইট
- শাকিবের ‘তাণ্ডব,’ সঙ্গী সাবিলাই!
- যে কারণে যুক্তরাজ্য সফর স্থগিত করলেন সালমান খান
- নিক্সন চৌধুরীর সহযোগী যুবলীগ নেতা মামুন গ্রেফতার
- মঙ্গলবার থেকে সব পলিটেকনিক শাটডাউন ঘোষণা
শিক্ষাঙ্গনে নৈরাজ্য
এ প্রবণতা ঠেকাতে হবে
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর