শিক্ষাঙ্গনে চলছে সীমাহীন নৈরাজ্য। বলা যায়, ভিন্ন আঙ্গিকের এমন নৈরাজ্য কখনো মাথা চড়া দিয়ে ওঠেনি শিক্ষাঙ্গনে। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে দেশের ছাত্রসমাজ। কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়ে তারা গণতন্ত্রের পথে দেশবাসীর অভিযাত্রার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। জাতি এ জন্য ছাত্রসমাজের কাছে কৃতজ্ঞ। কিন্তু তার পর থেকেই চলছে মাধ্যমিক স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সংকট, অস্থিরতা। পাবলিক পরীক্ষা বাতিল দাবিতে আন্দোলন করেছেন ছাত্ররা। এর জের না কাটতেই পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনে হাত পাকিয়েছেন তারা। সারা দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের চাপ দিয়ে পদত্যাগে বাধ্য করা হয়েছে। গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষ ও শিক্ষার্থীদের টানাটানিও থেমে নেই। কথায় কথায় ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে ভিসিবিরোধী আন্দোলনে নামছেন। সব মিলিয়ে অস্থিরতা বিরাজ করছে শিক্ষাঙ্গনে। বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা এখন আর পাঠে মনোযোগী নন, তারা নিজেদের ক্ষমতা জাহিরেই ব্যস্ত হয়ে পড়েছেন। কথায় কথায় দায়িত্বশীল ব্যক্তিদের পদত্যাগ দাবি, ক্লাস বর্জন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। যা জাতির দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। শিক্ষার্থীরা তাদের পড়ালেখা থেকেও ক্রমে দূরে সরে যাচ্ছেন। উ™ূ¢ত পরিস্থিতিতে পড়াশোনাবিমুখ তরুণ প্রজন্ম তৈরি হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজটের শঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশের ইতিহাস ছাত্রসমাজের ইতিহাস। ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে মাঠে থেকে নেতৃত্ব দিয়েছেন ছাত্ররা। কিন্তু কখনো শিক্ষাপ্রতিষ্ঠানে অচলাবস্থা সৃষ্টির কারণ ঘটাননি তারা। শিক্ষকদের অবমাননাকর অবস্থায় ফেলা হয়নি কোনো আন্দোলন-সংগ্রামের পর। আন্দোলনের ফসল দেশবাসীর বদলে নিজেরা ভোগ করার মানসিকতাও কখনো মাথা চড়া দিয়ে ওঠেনি। আমরা শুধু শিক্ষার্থী নয়, সমাজের যে কোনো অংশের ন্যায়সংগত দাবিদাওয়ার বিষয়ে সহানুভূতিশীল। দেশের ভবিষ্যৎ কান্ডারি ছাত্রসমাজের শিক্ষা এবং শৃঙ্খলায় ব্যত্যয় ঘটবে এমন প্রবণতা সময় থাকতেই ঠেকাতে হবে।
শিরোনাম
- মারা গেলেন হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসেন
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
- গুঞ্জনের ইতি টেনে পুরোনো ঠিকানায় নিকো
- গোপালগঞ্জে কমিটি ঘোষণার পর এনসিপি থেকে নাম প্রত্যাহারের অনুরোধ
- ২০০৮ সালের অবৈধ নির্বাচনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে : দুলু
- মুরাদনগরে হত্যাকাণ্ড; ২ দিনেও নেই মামলা-গ্রেফতার
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনর্বিবেচনার দাবিতে শাহবাগ অবরোধ
- হাসপাতালে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল ডাকাত, স্ত্রী গ্রেফতার
- এমন কাউকে নির্বাচিত করবেন না যাকে পালিয়ে যেতে হয় : জ্বালানি উপদেষ্টা
- ১৯৭৪ সালের চুক্তিতে ফিরতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত সিরিয়া
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৪৮৭
- রাজধানীতে তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- এক লাখ শিক্ষক নিয়োগ, প্রার্থীদের জন্য এনটিআরসিএ’র সুখবর
- তালেবান সরকারকে প্রথম দেশ হিসেবে রাশিয়ার স্বীকৃতি দেয়া নিয়ে যা বলল চীন
- যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন কোর্টে হাজিরা দিতে গিয়েও বহু প্রবাসী গ্রেফতার
- দেবাশিস চক্রবর্তীর আঁকা পোস্টারে ফুটে উঠবে জুলাই’র অনিবার্যতা : উপদেষ্টা আসিফ
- ৬ মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ হাজার ৭৭৮ জনের : সেভ দ্য রোড
- সিকৃবিতে শহীদ স্মরণে ‘জুলাই ৩৬ গেইট’ উদ্বোধন
- বিদেশি পর্যটকদের জন্য জাতীয় উদ্যানের প্রবেশ ফি বাড়ানোর নির্দেশ ট্রাম্পের
- গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ, লুকিয়ে দাফনের সময় পুলিশের হানা