নাসার একজন নভোচারী সম্প্রতি মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলের ওপরের স্তরে লালচে আলোর এক চমকপ্রদ দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন। এই বিরল ও রহস্যময় আলোকঝলককে বলা হয় ‘স্প্রাইট’। এটা একটি ট্রানজিয়েন্ট লুমিনাস ইভেন্ট (TLE) বা ক্ষণস্থায়ী আলোক বিস্ফোরণ। সাধারণত বজ্রঝড়ের সময় মেঘের অনেক ওপর দিয়ে এর সৃষ্টি হয় এবং তা নিচ থেকে দেখা প্রায় অসম্ভব।
নাসার নভোচারী নিকোল আয়ার্স আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে এই দৃশ্যটি মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে অতিক্রমের সময় তোলেন। এক্স (সাবেক টুইটার)-এ ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘এক কথায়, অসাধারণ। মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে যাওয়ার সময় এই স্প্রাইটটি দেখতে পেলাম।’
তিনি আরও বলেন, স্প্রাইট আসলে মেঘের ওপর তৈরি হয় এবং নিচে বজ্রঝড়ের প্রচণ্ড বিদ্যুৎচমকের কারণেই এটি সৃষ্টি হয়। মহাকাশ থেকে এই দৃশ্যটা অসাধারণভাবে পরিষ্কার দেখা গেছে। আলোক বিস্ফোরণের গঠন, বৈশিষ্ট্য এবং বজ্রঝড়ের সঙ্গে এর (স্প্রাইট )সম্পর্ক বুঝতে আমাদের সাহায্য করবে।
এই ছবি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বিস্ময় ও মুগ্ধতা প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেন, মহাকাশে কোনো সীমানা নেই, সব কিছুই এক। আরেকজন লেখেন, ‘এটাই স্পেস স্টেশন থেকে তোলা সবচেয়ে সুন্দর স্প্রাইটের ছবি।’
নাসা জানিয়েছে, মহাকাশ স্টেশনে থাকা ক্যামেরা, ফোটোমিটার ও রেডিয়েশন ডিটেক্টরের মাধ্যমে এ ধরনের ঘটনার ভিডিও ও তথ্য সংগ্রহ করা হয়, যা গবেষণার কাজে ব্যবহার করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল