দক্ষ আইসিটি পেশাজীবী গড়ে তুলে বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর আইসিটি টাওয়ারের বিসিসি অডিটরিয়ামে বাংলাদেশ টপ সফটওয়্যার ইঞ্জিনিয়ার (বি-টপসি) সেমিনারটি আয়োজন করে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
বিজ্ঞপ্তিতে জানা গেছে, জাপানের তিন বিশিষ্ট অধ্যাপকের সফর উপলক্ষে আয়োজিত সেমিনারটি বাংলাদেশ ও জাপানের অংশীদারিত্বকে আরও সমৃদ্ধ করবে। আইসিটি মানবসম্পদ উন্নয়নে অগ্রগতির পাশাপাশি শিল্পখাতের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে সহায়তা করবে।
বি-টপসি উদ্যোগের মূল লক্ষ্য দক্ষ সফটওয়্যার প্রকৌশলী তৈরি করা। যারা ‘সুপার আর্কিটেক্ট’ হিসেবে বৃহৎ ও জটিল সফটওয়্যার প্রকল্পের নেতৃত্ব দিতে পারবেন।
সেমিনারে বক্তব্য উপস্থাপন করেন জাইকার বিশেষজ্ঞ শোজি আকিহিরো। মূল বক্তব্য উপস্থাপন করেন ড. হোনিদেন, ড. তেই ও ড. দোই। বক্তব্যে তারা সফটওয়্যার প্রকৌশল শিক্ষার ভবিষ্যৎ ও এ প্রোগ্রামের দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে, জাপান দূতাবাসের মিনিস্টার ও ডেপুটি চিফ অব মিশন তাকাহাশি নাওকি এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। এসময় তিন বিশিষ্ট অধ্যাপক বি-টপসি প্রোগ্রামের প্রতিষ্ঠাতা ড. হোনিদেন শিনইচি, টোকিওর ইন্সটিউট অব সায়েন্স-এর সহযোগী অধ্যাপক ড. তেই কেনজি ও এনআইআই-এর বিশেষভাবে নিযুক্ত সহযোগী অধ্যাপক ড. দোই তাকুও উপস্থিত ছিলেন।
জাইকা-বিসিসি-বেসিস টিসিপি প্রকল্প বাংলাদেশের আইসিটি খাতে উদ্ভাবন ও দক্ষ প্রকৌশলী তৈরির লক্ষ্যে কাজ করছে। বি-টপসি উদ্যোগের সাফল্যের ওপর ভিত্তি করে জাইকা, বিসিসি, বেসিস ও এনআইআই যৌথভাবে তাদের অংশীদারিত্ব আরও সম্প্রসারণের পরিকল্পনা করছে।