আজকে নাকি ঘটা করে
হচ্ছে পুঁটির বিয়ে
মাছরাঙা ওই পাখির ঠোঁটে
আনল শাড়ি নিয়ে।
বর আসল ঘ্যাঙের ছাতায়
বসলো সবাই ঘাটা
পুঁটি মাছের বিয়ে বলেই
হলো যে সাদামাটা।
পিঁপড়ে এলো, সাপও এলো
ছিল যারা একসাথে
পুঁটির বন্ধু আসল সবাই
সেজেগুজে ওই রাতে।
বর হলো যে ভীষণ পাজি
রসিকও সে বটে
সবার সাথে গল্প বলে
হাসছে যে খটখটে।