বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠন মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে খাগড়াছড়ি জেলা মহিলা দলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের বৈঠক কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।
সভায় বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি মারিয়াম আক্তার মনি, যুগ্ম সম্পাদক আকলিমা খানম, সাংগঠনিক সম্পাদক তাছলিমা সিরাজ সিমা। বক্তারা ফ্যাসিস্ট হাসিনামুক্ত পরিবেশে ব্যাপক আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভার মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আশিক