বরিশালের কীর্তনখোলা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে লাশ উদ্ধার করা হয় বলে সদর নৌ থানার ওসি অসীম কুমার সিকদার জানিয়েছেন।
তিনি বলেন, কীর্তনখোলা নদীর নগরীর ১০ নম্বর ওয়ার্ড মুক্তিযোদ্ধা পার্ক এলাকায় লাশটি ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেছে। তবে পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার হওয়া ব্যক্তির লাশের বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারনা করা হচ্ছে। তার পড়নে জিন্সের প্যান্ট ও ছাই রংয়ের গেঞ্জি রয়েছে। দুই থেকে তিন দিন পূর্বে মারা যাওয়ায় গেছে। যার কারণে লাশ ফুলে গেছে। পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। মৃত্যুর কারন ময়না তদন্ত প্রতিবেদন না এলে বলা যাবে না। লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ