ক-এর বাড়ি কানননগর
কলতলীপুর গ্রাম,
খ-এর খবর, কদিন হবে-
বৃষ্টি অবিরাম।
গ-এর গাছে তাল পেকেছে
এলো ভাদর মাস,
ঘ-এর ঘোড়া আবোলতাবোল
লাফায় সর্বনাশ!
চ-এর দারুণ চলায় বলায়-
কথা ও গানের গলা,
ছয়-এর এলোমেলো ছোটা
হায় কী রে চঞ্চলা!
ট-এর টমি ভীষণ পাজি
যায় না রাতে ঘুম,
ঠ-এর ঠোঁটে রোদের খুকি
অজান্তে দেয় চুম।