কুষ্টিয়ার কুমারখালীর বাটিকামারা এলাকায় ২৫টি পরিবারের চলাচলের একমাত্র সড়ক দখল করে প্রভাবশালীরা ইটের দেওয়াল তুলে দেয়ার অভিযোগ ওঠে। এতে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় শতাধিক মানুষ ও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান।
লিখিত অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে দেওয়াল গুড়িয়ে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। একই সঙ্গে বালুর স্তুপও সরানো হয়।
অভিযান শেষে উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আশিক