সবুজের ছায়া আহা কি যে মায়া
দেখতে লাগে যে বেশ,
পাখিদের ডাক কহু কলতান
এই তো আমার দেশ।
নীলাকাশ জুড়ে কুয়াশায় ঢাকা
মেঘ বালিকার হাসি,
জলে কলকল শব্দের ঝরনা
সুখের ভেলায় ভাসি।
ঝিলমিলি আলো রৌদ্রতেজ
শিশির শুকায় ঘাসে,
জোছনা রাতে নীলাকাশ জুড়ে
তারারা আবেগে ভাসে।
হাঁসের পালক পুকুরের জলে
হেলেদুলে অই চলে,
ঢেউয়ে ঢেউয়ে লাগে মনোহর
হাঁস ভাসে দলে দলে।