স্বাধীনতা দিবস আমার
যুদ্ধে যাবার ডাক
দেশকে করতে শত্রুমুক্ত
বীর বাঙালির হাঁক।
স্বাধীনতা দিবস আমার
বীরের মতো বেশ
বাংলাদেশির বজ্র শপথ
স্বাধীন করতে দেশ।
স্বাধীনতা দিবস আমার
জয় করা সব ভয়
বাঙালি ও বাংলাদেশের
স্বাধীনতার জয়।
স্বাধীনতা দিবস আমার
মেঘনা নদীর বান
অস্ত্র দিয়ে ঘায়েল করতে
পাক হায়েনার প্রাণ।
স্বাধীনতা দিবস আমার
দুঃখ-সুখের গান
বহু ত্যাগ আর তিতিক্ষাতে
বাংলাদেশের মান।