ভালোবাসা ফেরি করি
মনে কালো দাগ,
মাছির মতো ভনভনিয়ে
সবখানে চাই ভাগ।
মণ্ডা-মিঠাই, পচা খাবার
যেথায় যাহা পাই,
সবার আগে উড়ে এসে
দাঁত কেলিয়ে খাই।
মাছি মার্কা জীবন নিয়ে
মিছেই অহংকার,
মৌমাছি হই, মরার পরে
পেতে প্রভুর ছাড়।
ভালোবাসা ফেরি করি
মনে কালো দাগ,
মাছির মতো ভনভনিয়ে
সবখানে চাই ভাগ।
মণ্ডা-মিঠাই, পচা খাবার
যেথায় যাহা পাই,
সবার আগে উড়ে এসে
দাঁত কেলিয়ে খাই।
মাছি মার্কা জীবন নিয়ে
মিছেই অহংকার,
মৌমাছি হই, মরার পরে
পেতে প্রভুর ছাড়।
১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম