ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার সতর্ক করে বলেন, প্রতিটি দফা আলোচনায় ওয়াশিংটনের অবস্থান পরিবর্তনের ফলে পারমাণবিক আলোচনা দীর্ঘায়িত হচ্ছে। পারস্পরিক আস্থার ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
বাঘাই আল মায়াদিনকে বলেন, যতক্ষণ পর্যন্ত অবস্থান পরিবর্তন এবং একে অপরের বিরোধিতা অব্যাহত থাকে ততক্ষণ পর্যন্ত আলোচনার ফলাফল পাওয়া যাবে না। তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে পারস্পরিক আস্থার পরিবেশ প্রতিষ্ঠা করা অসম্ভব।
ইরানি মুখপাত্র জোর দিয়ে বলেন, ইরান কয়েক দশক ধরে মার্কিন চাপ, যার মধ্যে চলমান নিষেধাজ্ঞা এবং হুমকিও রয়েছে, সহ্য করে এই আলোচনায় এগিয়ে আসে।
তিনি আরও উল্লেখ করেন, অভ্যন্তরীণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য ওয়াশিংটনের জোর দেওয়ার আসল উদ্দেশ্য ইরানের বোঝার কোনও উপায় নেই।
বাঘাই আরও বলেন, যে কোনও নিরপেক্ষ পর্যবেক্ষক ধীরে ধীরে বুঝতে পারবেন যে কীভাবে মার্কিন আইন প্রণেতারা কূটনীতির বিরোধী দলগুলির চাপের কাছে ক্রমশ নতি স্বীকার করছেন। যে দলগুলির মূল ভিত্তি হল ইসরায়েলি দখলদারিত্ব, এমন একটি সত্তা যা শান্তি ও সংলাপের সমস্ত পথ প্রত্যাখ্যান করে এবং অঞ্চলটিকে অবিরাম সংঘাতে আটকে রাখার জন্য অবিরাম কাজ করে।
সূত্র: আল মায়াদিন
বিডি প্রতিদিন/নাজমুল