গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। তিনি বলেন, এক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কোনো বিকল্প নেই।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর পল্টন মোড়ে খেলাফত মজলিস আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
এ সময় দলটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগে অবিলম্বে প্রজ্ঞাপন জারি এবং অন্যান্য বিষয়সহ ছয় দফা দাবি উত্থাপন করে।
মানববন্ধনে দলের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করা হলে জনগণ তা মেনে নেবে না।
এদিকে একই দিন সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, গণভোটের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। সেই অনুযায়ী কাজ করবে নির্বাচন কমিশন (ইসি)।
বিডি প্রতিদিন/হিমেল