গাইবান্ধার সাদুল্লাপুরে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার একবারপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া শহরের চেলোপাড়া এলাকার রোহান ইসলামের স্ত্রী বেলি আক্তার (২৪) ও লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট এলাকার আকতার হোসেনের স্ত্রী আয়না বেগম (৩২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় সিএনজিচালিত একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। অটোরিকশায় যাত্রীবেশে থাকা বোরকা পরা ওই দুই নারীর শরীর থেকে ২৫টি করে মোট ৫০টি ফেনসিডিলের বোতল জব্দসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ্ নেওয়াজ বলেন, গ্রেপ্তারকৃত ওই দুই নারী মাদক কারবারির বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল