গোপালগঞ্জে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত উচ্চ ফলনশীল ব্রি-১০৮ জাতের ২ হাজার কেজি বীজ ধান বিনামূল্যে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে পার্টনার প্রকল্পের আওতায় ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় চত্বরে এ বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও চিফ সায়েন্টিফিক অফিসার ড. আমিনা খাতুন কৃষক-কৃষাণীর হাতে বীজ তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. মোহাম্মদ শহীদুল্লাহ। সঞ্চালনা করেন বৈজ্ঞানিক সহকারী আব্দুল্লাহ আল মোমিন। বক্তব্য রাখেন গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা রাজ কুমার রায়সহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠান শেষে ৫০০ কৃষক ও কৃষাণীর মধ্যে মোট ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ করা হয়।
ড. আমিনা খাতুন বলেন, ‘বিনামূল্যে এসব বীজ বিতরণ করার ফলে কৃষকরা প্রায় ৪০০ বিঘা জমিতে ব্রিধান-১০৮ চাষাবাদ বাড়াতে পারবেন। উচ্চ ফলনশীল এ জাতের ধান উৎপাদন বৃদ্ধি করে তারা লাভবান হবেন। পাশাপাশি উৎপাদিত ধান থেকে আগামী বছরের জন্য বীজ সংরক্ষণও করতে পারবেন।’
বিডি-প্রতিদিন/জামশেদ