নানা সংকট ও অনিয়ম দুর্নীতিতে ডুবছে রাঙামাটির বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কেন্দ্র। দুর্নীতি, অনিয়ম, কর্মকর্তা ও কর্মচারী কর্মস্থলে অনুপস্থিত, নামমাত্র চিকিৎসা সেবা এসব অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে রাঙামাটি দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টায় দুদকের সহকারী পরিচালক আহম্মেদ ফরহাদ হোসেনের নেতৃত্বে দুদকের ৫ সদস্যের দল বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে অভিযান পরিচালনা করেন।
অভিযোগ রয়েছে, রাঙামাটি বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান চিকিৎসক ডা. শান্তনু নন রাঙাামটির কর্মস্থলে থাকেন কম। বেশি সময় ব্যয় করেন চেম্বার ও চট্টগ্রামের বেসরকারি ক্লিনিকে। শুধু তাই নয়, রকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন চিকিৎসক উপস্থিত থাকার কথা থাকলেও থাকেন শুধু মাত্র একজন।
অভিযানের সময় স্বাস্থ্য কমপ্লেক্সের উপস্থিতি খাতা তদারকি করেন দুদক সদস্যরা। এসময় উপস্থিত চিকিৎসক, নার্স ও স্থানীয় রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবার মানও যাচাই করেন তারা।
অন্যদিকে, এরচেয়ে ভয়াবহ অবস্থা দেখা যায় বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে। দীর্ঘদিন ধরে তালাবদ্ধ ও কোন কর্মচারী-কর্মকর্তা না থাকায় একেবারে পরিত্যক্ত রয়েছে কেন্দ্রটি।
বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জিকু শীল অভিযোগ করে বলেন, নানা সংকট আর অনিয়মে মুখ থুবড়ে পড়েছে স্বাস্থ্য কমপ্লেক্সটি। মাত্র একজন চিকিৎসক দিয়ে ১০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স চলতে পারে না। এখানে ১৭জন চিকিৎসক থাকার কথা। নিয়োগ থাকলেও কর্মস্থলে আসেন না কেউ।
রাঙামাটি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আহম্মেদ ফরহাদ হোসেন বলেন, অভিযানে দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। গুরুত্বপূর্ণ ফাইল ও কাগজপত্র জব্দ করা হয়েছে। তদন্তও প্রমাণের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি।
বিডি-প্রতিদিন/তানিয়া