বাগেরহাটে পরিবেশবান্ধব পণ্য উৎপাদনকারী উদ্যোক্তাদের নিয়ে ‘গ্রীন ইনোভেশন ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতা ও বাধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়।
বাধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মন্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে মেলা শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মমিনুর রহমান।
আরও বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক ড. মনির হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহরাব হোসেন, বিসিক উপ-ব্যবস্থাপক মো. শরীফ হোসেন, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মো. কামরুজ্জামান, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তফা গিয়াস উদ্দিন, সদর উপজেলা কৃষি অফিসার তন্ময় দত্ত, অ্যাকশান এইড বাংলাদেশের সিনিয়ার অফিসার মাহিনুর রহমান, ডিস্ট্রিক পলিসি ফোরামের সভাপতি বাবুল সরদা প্রমুখ।
মেলায় পরিবেশবান্ধব পণ্য তৈরির ১০টি প্রতিষ্ঠান তাদের স্টলে নারকেলের ছোবড়ার তৈরি পাখির বাসা, কচুরিপানার তৈরি ব্যাগ, শোপিসসহ ৫০টির বেশি অর্গানিক পণ্য প্রদর্শন করেন। মেলায় ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন বাজার কমিটির সদস্যবৃন্দ, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, তরুণ উদ্যোক্তা ও বাধনের বিভিন্ন গ্রুপের ২০০ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এমআই