শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা, শ্রীবরর্দী পৌর ও ঝিনাইগাতি উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে শেরপুর জেলা বিএনপি।
বুধবার বিকেলে আদালতের আইনজীবি সমিতির লাউঞ্জে এই কমিটি ঘোষণা করেন শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক এড. সিরাজুল ইসলাম। শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন যথাক্রমে আব্দুর রহিম দুলাল, সাবেক ছাত্রদল নেতা ও শ্রীবরদী সরকারি কলেজের ভিপি আব্দুল্লাহ আল মামুন দুলাল।
শ্রীবরদী পৌর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব হয়েছেন যথাক্রমে সাবেক ছাত্রদল সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল ও এসএম সোহান।
ঝিনাইগাতি উপজেলার আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব ঘোষণা করা হয়েছে সাহজাহান আকন্দ ও লুৎফর রহমানকে। প্রতিটি আহ্বায়ক কমিটি ১০১ সদস্য বিশিষ্ট বলে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন