পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক জলবায়ু কর্মদিবস পালিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় পৌর শহরের লেলিপ্যাড মাঠ সংলগ্ন আন্ধারমানিক নদীর তীরে এ উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ করা হয়।
‘ধরিত্রী রক্ষায় আমরা ধরা’, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ‘আমরা কলাপাড়াবাসী’ স্বেচ্ছাসেবী সংগঠন যৌথভাবে এই কর্মসূচি আয়োজন করে। এতে বক্তব্য দেন পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মান্নু, সাংস্কৃতিক সংগঠক তানজিল জামান জয়, উন্নয়ন সংগঠক সাইফুল্লাহ মাহমুদ, পরিবেশ কর্মী নজরুল ইসলাম এবং ‘আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব প্রমুখ।
বক্তারা ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিক নদীসহ সব নদীর প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধ, নদীর সীমানা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিপূরণ যথাযথভাবে দেওয়ার জোর দাবি জানান। একই সঙ্গে উপকূলীয় কলাপাড়ার পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করে কোনো ধরনের মেগা প্রকল্প বাস্তবায়ন না করারও আহ্বান জানান তারা।
বিডিপ্রতিদিন/কবিরুল